এখন পড়ছেন
হোম > রাজ্য > অবৈধদের চাকরি দিতে অতিরিক্ত শূন্যপদ? “পরিকল্পিত জালিয়াতি” মন্তব্য সুপ্রিম কোর্টের!

অবৈধদের চাকরি দিতে অতিরিক্ত শূন্যপদ? “পরিকল্পিত জালিয়াতি” মন্তব্য সুপ্রিম কোর্টের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-স্থানীয়কে যে বিপুল দুর্নীতি হয়েছে এবং অবৈধভাবে যে বেশ কিছু ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে, তা ক্রমাগত স্পষ্ট হয়ে যাচ্ছে। আজ সুপ্রিম কোর্টে এই ব্যাপারে শুনানি ছিল। আর সেখানেই 19 হাজার বৈধ চাকরি প্রাপক রয়েছে বলে কার্যত অবৈধদের চাকরি হয়েছে, এটা স্বীকার করে নিয়েছে এসএসসি। পাশাপাশি প্রশ্ন তৈরি হয়েছে মন্ত্রিসভার পক্ষ থেকে শুন্যপদ তৈরি করা নিয়েও‌। আর সেই বিষয়েই বড় পর্যবেক্ষণ করেছে দেশের শীর্ষ আদালত।

সূত্রের খবর, এদিন সুপ্রিম কোর্টে এই নিয়োগ দুর্নীতির বিষয়টি নিয়ে শুনানি হয়। আর সেখানেই প্রচুর শূন্যপদ তৈরি করা প্রসঙ্গে বড় মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। আদালতের পক্ষ থেকে পর্যবেক্ষণে বলা হয়, “দেখে মনে হচ্ছে, এটা পরিকল্পিত জালিয়াতি।” স্বাভাবিক ভাবেই যে শুন্য পদ তৈরি করা নিয়ে এতদিন বিভিন্ন প্রশ্ন তুলেছে বিরোধীরা, সেই বিষয় নিয়ে কিন্তু এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও যথেষ্ট প্রশ্ন উঠে গেল। যার ফলে প্রচন্ড নাস্তানাবুদের মুখে পড়তে হতে পারে এই রাজ্যের শাসক দলকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!