এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল বিধায়কের খাল স্বচ্ছ অভিযান, এতদিন কোথায় ছিলেন? প্রশ্ন বিরোধীদের

তৃণমূল বিধায়কের খাল স্বচ্ছ অভিযান, এতদিন কোথায় ছিলেন? প্রশ্ন বিরোধীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক কর্তাব্যক্তিদের জনসংযোগে আরো বেশি উদ্যোগী হতে দেখা যাচ্ছে। তৃণমূল নেত্রী ইতিমধ্যেই রাজ্যের সমস্ত নেতা-মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের জনসাধারণকে কাছে টানতে, তাঁদের সঙ্গে জনসংযোগ করার। সেই অনুযায়ী এবার এলাকার মানুষের মন পেতে মঙ্গলবার শাসকদলের বিধায়ককে সাতসকালে দেখা গেল খাল পরিষ্কারে হাত লাগাতে। এই নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে স্থানীয় রাজনীতিতে। প্রসঙ্গত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে নিয়ে ক’দিন আগেই বিতর্ক শুরু হয় এলাকায়। কারণ দু’দিন আগেই চুঁচুড়ার জোড়াঘাটে গঙ্গা পুজো করেন তিনি এবং দূষণ রোধের কথা মুখে বললেও জলে তিনি পুজোর ফুল মালা ভাসিয়ে দেন।

এই নিয়ে বিরোধীরা তাঁর চূড়ান্ত সমালোচনা করেছিলেন। মনে করা হচ্ছে, বিরোধীদের জবাব দিতেই এ দিন সকাল সকাল বিধায়ক আবর্জনা পরিষ্কারে হাত লাগালেন। প্রসঙ্গত চুঁচুড়া পুরসভার 456 নম্বর ওয়ার্ড এবং ব্যান্ডেল পঞ্চায়েতের কিছু এলাকার নিকাশিব্যবস্থা নির্ভর করে চুঁচুড়ার রসভরা খালের ওপর। কিন্তু দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যার জন্য খালের অবস্থা শোচনীয়। ক্রমাগত এলাকার আবর্জনা জমতে জমতে খাল রুদ্ধ হয়ে গেছে বহুদিন। পাশাপাশি মানুষের সমস্যাও বেড়েছে। আর এদিন সকাল সকাল খালের পাশে জমে থাকা এই আবর্জনা পরিষ্কারেই হাত লাগিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত বিশ্বাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে অসিতবাবু জানান, তিনি সংবাদমাধ্যম থেকে রসভরা খালের দূষণ সম্পর্কে জানতে পেরেছেন। আর তাই পুরসভার প্রতিনিধিদের নিয়ে দেখতে এসেছিলেন খালের চারপাশ। তাঁর কথায় যথারীতি বিতর্ক আবার দানা বাঁধে। সূত্রের খবর, খালের পরিস্থিতি দেখে তৃণমূল বিধায়ক জানান, সাত দিনের মধ্যেই মেশিন নিয়ে এসে খাল পরিষ্কার করা হবে। পাশাপাশি তিনি আরো জানান, খালের পাশে অনেকে পিকনিক করতে এসে জঞ্জাল ফেলে খাল অবরুদ্ধ করেছেন। সেক্ষেত্রে এলাকা অপরিচ্ছন্নতা করার ব্যাপারে সবাইকে সাবধান করা হবে। অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত বিশ্বাসকে কোদাল হাতে খাল পরিষ্কার করতে দেখে এদিন বিরোধীরা তীব্র কটাক্ষে ভরিয়ে দিয়েছেন।

বিজেপির হুগলি যুব মোর্চার সাংগঠনিক সভাপতি সুরেশ সাউ এদিন বলেন, রসভরা খালের পরিস্থিতি খবরের কাগজে দেখেই বিধায়ক কোদাল হাতে পরিষ্কার করতে নেমেছেন। সুরেশ সাউ প্রশ্ন তোলেন, তাহলে বিধায়ক এতদিন কি করছিলেন? তবে এই প্রশ্ন শুধু বিজেপির নেতাদের নয়, এই প্রশ্ন সবার। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ভোট বড় বালাই। তাই ভোট আসার সাথে সাথেই অনেক নেতাই মানুষের অসুবিধা ভাগ করতে চাইছেন। আপাতত দেখার তৃণমূল বিধায়ক অসিত বিশ্বাস এলাকার মানুষের মন পেতে যে পদক্ষেপ গ্রহণ করলেন, তাতে মানুষের বিশ্বাস তিনি অর্জন করতে পারলেন কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!