এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের হয়ে ‘ভোট করানোর’ অভিযোগ বিজেপির রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে

তৃণমূলের হয়ে ‘ভোট করানোর’ অভিযোগ বিজেপির রাজ্য কমিটির সদস্যের বিরুদ্ধে

কলকাতার এক ওয়েব পোর্টাল এবার এক ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এল এই বলে যে বিজেপির রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন বীরভূম জেলা সভাপতি দুধকুমার মণ্ডল ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক ও ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় তৃণমূলের হয়ে ভোট করাচ্ছেন। এমনকি এই নিয়ে দুধকুমার বাবুর বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ জমা পড়েছে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও জেলা সভাপতির কাছে। ওই পোর্টালের খবরে প্রকাশিত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দুধকুমার মণ্ডল নির্দল প্রার্থী দাঁড় করিয়ে জিতিয়ে আনতে চাইছেন, পরে তৃণমুলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ওই প্রার্থীদের নিয়ে তৃণমূলের বোর্ড গঠন করার পরিকল্পনা করছেন।
যদিও ওই একই খবরে দুধকুমারবাবুর বক্তব্য বলে তুলে ধরা হয়েছে, যাঁরা অভিযোগ করেছেন তারাই অভিযোগের বাস্তবতা জানেন, তবে আমি বিজেপিতে আছি থাকব। আর এই খবর সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে বেশ শোরগোল পরে গেছে। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!