মুকুল রায়কে ঘিরে কি গোষ্ঠীদ্বন্দ্বের ‘যুদ্ধ’ শুরু হয়ে গেল বিজেপিতে? বিশেষ খবর রাজ্য November 16, 2017 মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতেই আশঙ্কা করেছিল রাজনৈতিক মহল আর এবার সেই আশঙ্কাই তীব্রতর রূপ নিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের একটি ঘটনা ঘিরে। বিজেপিতে যোগ দেওয়ার আগে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই দাবী করেছিলেন, বিজেপিতে যোগ দিলে মুকুল রায়ের অনুগামীরাই সম্ভবত বিজেপিতে ছড়ি ঘোরাতে থাকবেন। কলকাতার এক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী মুকুল রায়ের সমর্থনে পোস্টার ও হোর্ডিং ছেয়ে গিয়েছে রায়গঞ্জ শহর। সেখানে মুকুল বাবুর উজ্জ্বল ছবির সঙ্গে পদ্মফুল, নরেন্দ্র মোদী, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষের ছবি ছোট করে থাকলেও নেই বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দামের ছবি পরিবর্তে রয়েছে একদা বিজেপি নেতা, দলত্যাগী শুভ্র রায়চৌধুরীর ছবি। কে এই শুভ্র রায়চৌধুরী? একদা মুকুল বাবুর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন তিনি, পরবর্তী কালে জেলা তৃণমূলের পদাধিকারীও হন। আর মুকুল বাবু তৃণমূল কংগ্রেস ত্যাগ করতেই, তিনিও তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন, তবে এখনও বিজেপিতে যোগ দেননি। এই পোস্টার বিতর্কের পর, বিজেপির জেলা সভাপতি নির্মল দাম দলীয় স্তরে এই ঘটনার তদন্ত করার পাশাপাশি মুকুল রায় ও দলীয় নেতৃত্বের ছবি সহ বিতর্কিত ওই ব্যানার ও ফ্লেক্সগুলি খুলে ফেলার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। নির্মলবাবু জানিয়েছেন, মুকুল রায়ের সমর্থনে দলের রাজ্য, কেন্দ্রীয় নেতৃত্বের ছবি ও দলের প্রতীক ব্যবহার করে শহরে বেশকিছু ফ্লেক্স লাগানো হয়েছে। তাতে দল থেকে সাসপেন্ড হওয়া প্রাক্তন জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরীর ছবিও রয়েছে। এই ফ্লেক্সগুলি সম্পূর্ণ বেআইনি। প্রথমত, দলের কোনও অনুমতি না নিয়েই দলের নেতাদের ছবি ও প্রতীক ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, তৃণমূলের কোনও নেতার ছবি আমাদের দলের নেতাদের সাথে একই ফ্লেক্সে থাকতে পারে না। শুভ্র রায়চৌধুরী বর্তমানে আমাদের দলের কেউ নয়। দলে পুনরায় যোগ দেবার জন্য সে আবেদনও করেনি। অন্যদিকে শুভ্র রায়চৌধুরীর বক্তব্য, মুকুল রায়কে দেখেই আমি তৃণমূলে গিয়েছিলাম, এখন উনি বিজেপিতে মানে, আমিও সেই দলে রয়েছি। এর জন্য আনুষ্ঠানিকভাবে ওই দলে যোগ দিতে হবে বলে আমি মনে করি না। আমার কোনও গুণগ্রাহী হয়তো উত্সাহী হয়ে এই কাজ করেছে, এতে আমি কোনও অন্যায় দেখছি না। আর এই ফ্লেক্সগুলি যার কল্যানে লাগানো সেই বিজেপি কর্মী অভিজিত যোশীর বক্তব্য, শুভ্র রায়চৌধুরী এই জেলায় মুকুল রায়ের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই কারণেই আমি ওই ফ্লেক্সগুলি লাগিয়েছি। আপনার মতামত জানান -