এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কারা হবেন প্রার্থী! বাদই বা যাবেন কারা? তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বাড়ছে জল্পনা!

কারা হবেন প্রার্থী! বাদই বা যাবেন কারা? তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যে অত সহজ নয় তৃণমূল কংগ্রেসের কাছে, তা বুঝতে পেরেছেন শাসকদলের সমস্ত স্তরের নেতা নেত্রীরা। আর সেই কারণে ভোট ঘোষণা হওয়ার পরেই প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে কিছুটা সতর্ক এবং সাবধানী পথ অবলম্বন করতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। প্রতিবার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার দিনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু এক্ষেত্রে এবার তার ব্যতিক্রম হয়েছে।

যতদূর খবর পাওয়া যাচ্ছে, তাতে দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। আর প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যেমন এবার অভিনব পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে, ঠিক তেমনই সেই প্রার্থী তালিকায় কারা কারা জায়গা পাবেন, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, অনেক বর্তমান বিধায়ক এবার প্রার্থী তালিকায় জায়গা নাও পেতে পারেন। সেদিক থেকে অনেক নতুন এবং তরুণ মুখ জায়গা পেতে পারেন তৃণমূলের এই প্রার্থী তালিকায়।

বিশেষ সূত্র মারফত খবর, আজ তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। আর সেই বৈঠকের পরই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন, তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় টলিউডের একাধিক জনপ্রিয় মুখ জায়গা পেতে পারে। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে কাঞ্চন মল্লিক, মানালি দে থেকে শুরু করে সায়নী ঘোষের মত হেভিওয়েট অভিনেতা অভিনেত্রীরা। স্বাভাবিক ভাবেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে কাজের ভিত্তিতে বর্তমান বিধায়কদের মূল্যায়ন করে তাদের টিকিট দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। সেদিক থেকে প্রশান্ত কিশোরের কথামত যে সমস্ত বিধায়ক ঠিকমত কাজ করেননি এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি, তাদের এবারের নির্বাচনে প্রার্থী নাও করা হতে পারে। তবে তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনের সব থেকে বেশি জোর দিচ্ছে তরুণ মুখদের ওপর। সেদিক থেকে অনেক তরুণ নেতা-নেত্রীকে প্রার্থী করা হতে পারে। অনেকে বলছেন, তৃণমূলের এক মুখপাত্র নিত্য নতুন স্লোগান দিয়ে দলকে অনেকটাই উজ্জীবিত করছেন। তাকে আগামী বিধানসভা প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূলের প্রার্থী তালিকায় অনেক প্রবীণ মুখকে বাদ দেওয়া হতে পারে। বিশেষভাবে জোর দেওয়া হতে পারে মহিলা প্রার্থীদের ওপর। অনেক বিধানসভা কেন্দ্রেই মহিলা মুখকেই সামনে নিয়ে আসতে পারে ঘাসফুল শিবির। অনেকে বলছেন, প্রতিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়। গত লোকসভা নির্বাচনে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে অনেক আসনে শাসকদলের গোষ্ঠী কোন্দলের কারণে পরাজিত হয়েছে প্রার্থীরা।

তবে এবার যাতে তা না হয়, তার জন্য দফায় দফায় সেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় তিনি যে বেশ কিছু চমক দেবেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে আজ নির্বাচন কমিটির বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেন কিনা এবং যদিও বা ঘোষণা করেন, তাহলে সেখানে কি কি চমক থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!