এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের এলাকাতেই কালো পতাকা দেখানো হলো শোভন চট্টোপাধ্যায়কে, তীব্র শোরগোল রাজনীতি মহলে

নিজের এলাকাতেই কালো পতাকা দেখানো হলো শোভন চট্টোপাধ্যায়কে, তীব্র শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নিজের এলাকা পর্ণশ্রীতেই কালোপতাকা দেখানো হলো শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। রবিবার বিকেলে পর্ণশ্রীতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রোডশো ছিল। সেখানেই তাঁদেরকে দেখানো হল কালো পতাকা। তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। কালোপতাকা দেখিয়ে, খেলা হবে স্লোগান দিয়ে, টুম্পা সোনা বলে কটাক্ষ করে, কখনো বা গান বাজিয়ে তাঁদের প্রতি নানাভাবে বিক্ষোভ দেখানো হলো। এর পাল্টা হিসেবে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিলেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র শোরগোল পড়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগেই মহেশতলাতে বিজেপির এক কর্মসূচিতে শোভন চট্টোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়েছিল।  নিজের এলাকাতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে সাউন্ড বক্সে খেলা হবে গান বাজালেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। আবার, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে টুম্পা সোনা লিখে তাঁদের কটাক্ষ করা হলো। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি শিবির।  চারটি স্থানে তাঁদের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখানো হলো। নিজের ওয়ার্ড ১৩১ নম্বর রবীন্দ্রনগরে সভায় যাবার পথে বারবার বাধার সম্মুখীন হলেন তাঁরা।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে,শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ করেছে তৃণমূলের কর্মী, সমর্থকরা। তবে তৃণমূলের দাবি, এই ঘটনা তৃণমূলের বিক্ষভ নয়। এই ঘটনা হলো সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ। তৃণমূলের দাবি, শোভন চট্টোপাধ্যায় বিধায়ক ও কাউন্সিলর হলেও দীর্ঘ সময় ধরে তিনি একেবারেই নিষ্ক্রিয় আছেন। এলাকার মানুষের পাশে দাঁড়াননি তিনি। তাদের সুখ-দুঃখের সঙ্গী হন নি তিনি। তাই সাধারণ মানুষ তাঁর প্রতি এভাবে ক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে, এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোন বক্তব্য প্রকাশ করেননি  রত্না চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!