এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > সোনা দেবার প্রলোভন সহ একাধিক প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট ব্যবসায়ীদের,পুলিশের জালে প্রতারক

সোনা দেবার প্রলোভন সহ একাধিক প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট ব্যবসায়ীদের,পুলিশের জালে প্রতারক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – “সোনা রূপা নহে বাপা, এ যে ব্যাঙ্গা পিতল, ঘষিয়া- মাজিয়া বাপু করেছ উজ্জল।” তামা ও পিতলকে বিশেষ পদ্ধতিতে নকল সোনায় পরিণত করে, ব্যবসায়ীদের সস্তায় সোনা দেবার লোভ দেখানো, কখনো টাকা দেওয়ার লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সর্বস্ব লুটপাট করা হতো ব্যবসায়ীদের। শহরতলীর একাধিক স্থানে গড়ে উঠেছিল এই চক্র। লোভে পড়ে প্রতারকের হাতে সর্বস্ব হারান বহু ব্যবসায়ী। প্রতারকের হাতে লক্ষ লক্ষ টাকা হারিয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগে বারাসাতের এক ব্যবসায়ীকে তামা দেবার লোভ দেখিয়ে এক নির্জন স্থানে ডেকে আনা হয় তাকে। তারপর সেই ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা ছিনিয়ে নেয়া হয়। এরপর পুলিশের দ্বারস্থ হন সেই ব্যবসায়ী। ব্যারাকপুর পুলিশ ঘটনার তদন্তে নামে। নিমতা এলাকা থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করতেই এই চক্রের কথা সামনে আসে পুলিশের। জানা যায়, বাদুড়িয়ার গন্ধর্বপুরের বাসিন্দা ইসমাইল মোল্লা তাদের মূল পান্ডা। এরপর বাদুড়িয়া থানার পুলিশের সঙ্গে ব্যারাকপুর পুলিশ যোগাযোগ করে। তারপর বাদুড়িয়ার গন্ধর্বপুরে তল্লাশি চালিয়ে ইসমাইল মোল্লাকে একেবারে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারের সময় ইসমাইল মোল্লার কাছ থেকে ১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর হাতে তাকে তুলে দিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ। জানা গেছে, বাদুড়িয়া ছাড়াও নিমতা, বারাসাত, সোদপুর, ব্যারাকপুর, মধ্যমগ্রামের মতো বহু এলাকাতে প্রতারণা চক্র চালাচ্ছিল ইসমাইল মোল্লা। বহু ব্যবসায়ীকে নানারকম লোভ দেখিয়ে চলেছে প্রতারণা। তামা, পিতলকে বিশেষ উপায়ে নকল সোনায় পরিণত করে ব্যবসায়ীদের লোভ দেখানো হতো। এরপর কোনো নির্জন স্থানে ডেকে নেওয়া হতো ব্যবসায়ীদের। সেখানে যাওয়া মাত্রই সর্বস্ব লুটপাট করা হতো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!