এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের ভুয়ো আইপিএসের হদিশ, চাঞ্চল্য রাজ্যে!

ফের ভুয়ো আইপিএসের হদিশ, চাঞ্চল্য রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে একাধিক ভুয়ো প্রশাসনিক কর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির প্রতারণার পর্দা ফাঁস হয়েছে। যার জেরে সরগরম হয়ে উঠেছিল গোটা রাজ্য। রাজ্য প্রশাসনের নজরদারি থাকা সত্বেও কেন এভাবে একের পর এক ব্যক্তি ভুয়ো পদ এবং ক্ষমতা ব্যবহার করে তাদের রমরমা কারবার চালাচ্ছেন, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার আরও এক ভুয়ো আইপিএসের হদিশ পাওয়া গেল রাজ্যে। ইতিমধ্যেই এই ব্যাপারে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বভাবতই একের পর এক ভুয়ো ব্যক্তির খবর সামনে আসার কারণে চিন্তা বাড়ছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।

জানা গিয়েছে, পুলিশের লোগো ব্যবহার করে নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিতেন অঙ্কিত কুমার সিং নামে এক ব্যক্তি। সম্প্রতি এই বিষয়টি সামনে আসার পরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়তে শুরু করে। যেখানে তিনি বহু মানুষকে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে খবর সামনে আসে। আর তারপরেই এই ব্যাপারে সক্রিয় হতে শুরু করে প্রশাসন। অবশেষে বৃহস্পতিবার সেই অঙ্কিত কুমার সিংকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি রাজ্য জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল কসবার ভুয়ো ভ্যাকসিনের ঘটনা। তারপর আরও এক ব্যক্তির ভুয়ো তথ্য সামনে আসে। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন অঙ্কিত কুমার সিং নামে এই ব্যক্তি। একাংশের প্রশ্ন, বারবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইরকম ভুয়ো ব্যক্তিদের খবর আসতে শুরু করেছে। তাই প্রশাসনের এই ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণের উদ্যোগ নেই কেন? কেন এই ব্যাপারে আগেভাগে প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!