রণক্ষেত্র বিকাশ ভবন চত্বর, রক্তাক্ত পুলিশ বিশেষ খবর রাজ্য November 16, 2017 ধুন্ধুমার কান্ড বিধাননগরে, পুলিশ ও বিক্ষোভকারীদের লড়াইয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা বিকাশ ভবন চত্বর। বিক্ষোভকারীদের মারে আহত হয়েছেন বিধাননগর সাইবার ক্রাইম থানার ওসি-সহ বেশ কয়েকজন পুলিসকর্মী। সূত্র মারফত জানা যাচ্ছে, ষষ্ঠ পে কমিশনের সময়সীমা বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পে কমিশন দফতর অভিযান কর্মসূচি নেয় বাম প্রভাবিত কো অর্ডিনেশন কমিটি, করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল আন্দোলনকারীদের। কিন্তু তার আগেই মুয়ূখভবনের সামনে বিক্ষোভকারীদের মিছিল আটকে দেয় পুলিশ। তা সত্ত্বেও মিছিলের অপর একটি শাখা অন্যদিক দিয়ে বিকাশভবনের কাছাকাছি পৌঁছে যায়। চার সদস্যের প্রতিনিধিদলকে আধিকারিকদের সঙ্গে কথা বলতে দেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা, কিন্তু পুলিশ মিছিল আটকালে ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করেন তাঁরা। ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের মারে মাথা ফেটে যায় সাইবার ক্রাইম থানার ওসির। আপনার মতামত জানান -