এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ইস্তফা দেওয়ার পরেই বিস্ফোরক সৌমিত্র, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলীপের, টালমাটাল বঙ্গ বিজেপি!

ইস্তফা দেওয়ার পরেই বিস্ফোরক সৌমিত্র, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলীপের, টালমাটাল বঙ্গ বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতবছর দলের সাথে যুক্ত হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তারপর যেভাবে তিনি গুরুত্ব পেতে শুরু করেছেন, তা খুব একটা ভালো ভাবে মেনে নিতে পারছেন না তার অনেকদিন আগেই দলে আসা নেতারা। বর্তমানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আর ইস্তফা দেওয়ার পরই ফেসবুকে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে তাকে। যেখানে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করার পাশাপাশি তাকে একঘরে করে রাখা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

এদিকে সৌমিত্রবাবু যেভাবে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেছেন, তাতে দল যে অনেকটাই অস্বস্তিতে পড়ে গিয়েছে, তা বলাই যায়। তাই এই পরিস্থিতিতে সৌমিত্রবাবু এই ধরনের বিস্ফোরক মন্তব্য করার পরেই পাল্টা প্রতিক্রিয়া দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যেখানে দল ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিকভাবেই যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করার পর এবার সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, তা অবশ্যই লক্ষণীয় বিষয়ে বিশেষজ্ঞদের কাছে।

সূত্রের খবর, এদিন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দেন সৌমিত্র খাঁ। আর তারপরেই ফেসবুক পোস্ট করে বিজেপির রাজ্য নেতাদের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। যেখানে তার প্রধান আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সৌমিত্র খাঁ বলেন, “গোটা দল এক জেলায় চলে যাচ্ছে। ভোটের একমাস আগে এসে চোর, চিটিংবাজদের দলে নিয়ে এসেছেন। যেভাবে অধিকারী অধিকারী করা হচ্ছে, তাতে আমি হতাশ। রাজ্য সভাপতি অর্ধেক অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না। দলে থেকে একশ টাকাও নিইনি। কোনো স্বার্থ নিয়ে আসিনি। আমার একতলা বাড়ি। একজন সাধারন বিজেপি কর্মী হিসেবে জীবন দিয়ে লড়াই করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই প্রশ্ন তৈরি হয়, সৌমিত্র খাঁ-এর মত হেভিওয়েট নেতা যখন দলের বিরুদ্ধে প্রকাশ্যে এই রকম মন্তব্য করলেন, তখন বিজেপির মত সাংগঠনিক শৃঙ্খলা পরায়নদল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? এদিকে সৌমিত্রবাবুর এই মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। রীতিমতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এভাবে পাবলিক ফোরামে এই মত প্রকাশ করে উনি ঠিক করেননি। দল দলের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে।”

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, খুব দ্রুত সৌমিত্র খাঁ দল পরিবর্তন করতে পারেন। যেভাবে যুব মোর্চার মতো গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি, তাতে আগামী দিনে তিনি দল পরিবর্তন করলে খুব একটা আশ্চর্য হবে না রাজনৈতিক মহল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত তিনি বিজেপির সাথেই ভবিষ্যতে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তবে প্রকাশ্যে তার করা এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদি বিজেপি রাজ্য নেতাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তিনি যে আরও বিদ্রোহ করতে শুরু করবেন এবং তা যে শেষ পর্যন্ত বিজেপি ত্যাগের পর্যায়ে গিয়ে দাঁড়াবে, তা একপ্রকার নিশ্চিত। সব মিলিয়ে সৌমিত্র খাঁ-এর এই ধরনের বিস্ফোরক মন্তব্যের পর বিজেপির পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা কি সিদ্ধান্ত নেন সৌমিত্রবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!