এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা আবহেও পাকিস্তান আছে পাকিস্তানের মতোই! আবারো ক্রিকেট মাঠে জঙ্গিহানা! চলল এলোপাথাড়ি গুলি

করোনা আবহেও পাকিস্তান আছে পাকিস্তানের মতোই! আবারো ক্রিকেট মাঠে জঙ্গিহানা! চলল এলোপাথাড়ি গুলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময়টা ছিলো 2009 সালের ৩ রা মার্চ, আনুমানিক সকাল আটটা চল্লিশ মিনিট। অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের খেলার। এমন সময় গাদ্দাফি স্টেডিয়ামের কাছে ক্রিকেটারদের নিয়ে আসা একটি কনভয়ের মধ্যে হঠাৎ ই হামলা চালায় 12 জন বন্দুকবাজ। আহত হন শ্রীলঙ্কা জাতীয় দলের ৬ জন খেলোয়াড় এবং পাকিস্তানের ৬জন পুলিশসহ দুই জন নাগরিক মারা যান।

এরপর পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাত থেকে চলে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ। পাকিস্তানে সাধারণত খেলা আয়োজনের বা খেলতে যাওয়ার এরপর কারোর ই সাহস ছিল না। সেখানে খেলা আয়োজনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল আমির্শাহি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরপর কেটে গেছে ১১ টা বছর। সময়ের সঙ্গে পাল্টেছে মানুষের মনও। তবে গতকাল সেই আতঙ্ক কে আবার তাজা করে তাজা করে দিল একটি এমনই ঘটনা। জায়গাটি সেই বিতর্কিত পাকিস্তানের খেলার মাঠ। খাইবার পাখতুনখোয়ায় অনুষ্ঠিত হওয়া একটি ক্রিকেট ম্যাচের মধ্যেই হঠাৎ গুলি বৃষ্টি শুরু হয়। আতঙ্কিত মানুষ প্রানবাঁচাতে কোনরকমে সেখান থেকে পালাতে থাকেন।

উপস্থিত মানুষদের কথায় জানা যায়, খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কাছের একটি পাহাড়ের ওপর থেকে গুলি চলতে শুরু করে। সেখানে উপস্থিত থাকা রাজনৈতিক মানুষেরা ও মিডিয়া এই আচমকা আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে। তড়িঘড়ি তাঁরা পালিয়ে বাঁচেন। কোনো প্রাণহানি না ঘটলেও এতদিন পর আবার এরকম পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উঠে এসেছে প্রশ্ন। ওরাকজাই জেলার পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!