এখন পড়ছেন
হোম > জাতীয় > আচ্ছে দিন কৃষকদের! এবার যে উপহারের ঝুলি নিয়ে হাজির হলেন মোদী, তাতে চমকে গেল গোটা দেশ!

আচ্ছে দিন কৃষকদের! এবার যে উপহারের ঝুলি নিয়ে হাজির হলেন মোদী, তাতে চমকে গেল গোটা দেশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টমোদি সরকার দিল্লীর মসনদ দখল করার পর থেকেই ‘আচ্ছে দিন আ গয়ে’ এই স্লোগানটি বহুল প্রচলিত হয়েছে। যদিও এই স্লোগানকে ঘিরে বিরোধীদের কটাক্ষ প্রতিনিয়ত চলতে দেখা যায়। এমনকি এই স্লোগান ঘিরে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন মিম দেখা যায়। তবে কোনোদিকে কর্ণপাত না করে মোদি সরকার এবার তাঁর কথার বাস্তবতা প্রমাণ করার জন্য দেশের কৃষকদের জন্য নিয়ে এলো নতুন সুযোগ। দেশের কৃষকদের চরম দুর্দশা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা বেশ কয়েক দফা প্রতিবাদ জানিয়ে ফেলেছে।

কিন্তু এবার বিরোধীদের জবাব দিতেই কৃষকদের জন্য বলিষ্ঠ উদ্যোগ নিতে চলেছে মোদি সরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার ট্রাক্টর কিনতে গেলে কৃষকরা প্রধানমন্ত্রী কৃষাণ ট্রাক্টর যোজনার আওতায় 50% পর্যন্ত ভর্তুকি পাবে বলে জানা গেছে। তবে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, এই সুযোগ পাবে শুধুমাত্র মাঝারী এবং প্রান্তিক কৃষকরা। প্রধানমন্ত্রী কৃষাণ ট্রাক্টর যোজনাটি কৃষকদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ঘোষণা করা হয়েছিল বলে দাবি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

এক্ষেত্রে তাঁদের বক্তব্য, দেশের কৃষকদের কাছে যদি পর্যাপ্ত উপাদান পৌঁছানো যায় তাহলে তা ভারতের কৃষি ব্যবস্থাকে অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর তাহলে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থাও যথেষ্ট উন্নত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কৃষাণ ট্রাক্টর যোজনার অন্তর্ভুক্ত হলে যেকোন সংস্থার ট্রাক্টর কিনতে গেলে লোন পাবেন কৃষকরা। শুধু তাই নয়, পাশাপাশি ভর্তুকিও মিলবে বলে জানা গেছে।

অন্যদিকে মহিলা কৃষকরা যে এই স্কিমে আলাদা সুযোগ পাবেন তাও বলা হয়েছে। এই স্কিমের অন্তর্ভুক্তির জন্য অফলাইন এবং অনলাইন দু’ভাবেই আবেদন করা যাবে বলে জানা গেছে। পাশাপাশি মোদি সরকার এবার কৃষকদের জন্য নিয়ে এসেছে নতুন একটি পেনশন স্কিম। যেখানে দেশের মোট 20 লক্ষ 41 হাজার কৃষকদের বছরে 36 হাজার টাকা পেনশন দেবে মোদী সরকার বলে খবর। ইতিমধ্যেই  বহু কৃষক পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছেন 6 লাখ 36 হাজারের বেশী নিবন্ধিত মহিলা। শুধুমাত্র হরিয়ানায় 4 লাখের বেশি কৃষক পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছেন বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে ঝাড়খন্ডে 25 থেকে 35 বছরের মধ্যে নিবন্ধিত কৃষকরা এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এই পেনশন স্কিমটি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। সূত্রের খবর, প্রথমত, 18 থেকে 40 বছরের মধ্যে কৃষকরা যাদের 5 একর থেকে 12 হেক্টর জমি আছে, তাঁরাই একমাত্র পেনশন স্কিমে আবেদন করতে পারবেন।

কুড়ি বছর বয়সীদের ক্ষেত্রে সর্বনিম্ন 55, 40 বছর বয়সীদের ক্ষেত্রে সর্বোচ্চ 200 টাকা বিনিয়োগ করতে হবে। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন করতে গেলে কৃষকের আধার কার্ড, জমির কাগজের ফটোকপি, দু’কপি ফটো এবং ব্যাংকের পাসবুক লাগবে বলে জানা গেছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পেনশন ইউনিক নাম্বার এবং পেনশন কার্ড দেওয়া হবে কৃষকদের। এই পেনশন স্কিম এর অন্তর্ভুক্ত হলে 60 বছরের পর প্রতি মাসে 3000 টাকা করে পাবে কৃষক।

কৃষকের মৃত্যু হলে তাঁর স্ত্রী পেনশনের ফিফটি পার্সেন্ট পাবেন বলে জানা গেছে। যদি কেউ মনে করেন, এই স্কিম ছেড়ে বেরিয়ে যাবেন তাহলেও তিনি হতাশ হবেননা। কারণ সুদসহ পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে ভারতীয় কৃষকদের জন্য প্রধানমন্ত্রী মোদী যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন তা এই মুহুর্তে যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই মুহূর্তে দেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট চাপে, কিন্তু তার মধ্যেও যেভাবে প্রধানমন্ত্রী মোদী দেশের গরীব কৃষকদের কথা মাথায় রেখেছেন তা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত বিজেপি শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!