এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিজেপি নেতার সঙ্গে একমঞ্চে, শুরু জল্পনা

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিজেপি নেতার সঙ্গে একমঞ্চে, শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এমনিতেই শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। তিনি তৃণমূলে থাকবেন, নাকি নতুন দল গঠন করবেন, নাকি যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে! এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যজুড়ে। বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী সভা সমিতিতে উপস্থিত থাকলেও, কোনোভাবেই তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে দেখা যাচ্ছে না তাকে। উল্টে বিভিন্ন জায়গায় তার অনুগামীরা তার ছবি পোস্টারে লাগিয়ে নীচে লিখে দিচ্ছে, “আমরা দাদার অনুগামী।”

স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে এমনিতেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকতে দেখা গেল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূলের বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে। যাকে কেন্দ্র করে জল্পনা আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। জানা যায়, এদিন ছট পূজা উপলক্ষে দুর্গাপুরে গিয়েছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।

কিন্তু আশ্চর্যজনক ভাবে বিজেপি নেতার পাশেই বসে থাকতে দেখা গেছে শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত তৃণমূলের চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে। আর যে বিজেপির সঙ্গে তৃণমূলের কার্যত দা-কুড়াল সম্পর্ক, সেই বিজেপি নেতার পাশে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতাকে দেখে এখন অনেকেই ভ্রু কোঁচকাতে শুরু করেছেন।

জানা যায়, এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের মত নেতারাও। আর এখানেই প্রশ্ন, যে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছে, তিনি এখনও তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। উল্টে রামনগরের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে, তিনি এখনও পর্যন্ত তৃণমূলেই রয়েছেন। কিন্তু এর মাঝেই যেভাবে তার অনুগামী এক নেতাকে বিজেপি নেতার পাশে বসে থাকতে দেখা গেল, তাতে নতুন করে জল্পনা দানা বাধতে শুরু করেছে।

অনেকেই বলছেন, তাহলে কি এবার খেলা অন্যদিকে ঘুরতে শুরু করল! শুভেন্দুবাবুর অনুগামীরা কী তাহলে এবার বিজেপি ঘনিষ্ঠ হতে শুরু করলেন! যার ফলে এদিনের এই ছটপূজার অনুষ্ঠানে তৃণমূলে যাকে নিয়ে সবথেকে বেশি জল্পনা তৈরি হয়েছে, সেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতাকে দেখা গেল বিজেপি নেতার পাশে বসে থাকতে! এখন এই বিষয় নিয়ে জোরালো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শুভেন্দু অধিকারীর অনুগামী এই তৃণমূল নেতাকে যখন বিজেপি নেতার পাশে বসে থাকতে দেখা গেছে, তখন বিজেপি নেতৃত্বের তরফ থেকেও শোনা গেছে জল্পনাসূচক মন্তব্য। এদিন এই প্রসঙ্গে দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, “শুভেন্দু বিজেপিতে এলে চন্দ্রশেখর তার পাশে বসবেন।” অন্যদিকে এই ব্যাপারে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “সব কুচ ছট মাইয়া কি কৃপা। আমরা চাই শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরা আমাদের দলে আসুক। তাদেরকে স্বাগত।”

কিন্তু এখনও পর্যন্ত তিনি তো তৃণমূল কংগ্রেসে রয়েছেন! ফলে এদিনের অনুষ্ঠানে যেভাবে তিনি বিজেপি নেতাদের পাশে বসলেন, তা নিয়ে তো বিতর্ক চরম আকার নেবে! এদিন এই প্রসঙ্গে সেই তৃণমূলের চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। জল্পনা বাড়লেও আমার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করতে পারে না। তাই যে যেভাবে ভাবে ভাবুক, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তাতে বিন্দুমাত্র বিচলিত নয়।”

স্বাভাবিকভাবেই যে বিজেপির সঙ্গে আগামীদিনে প্রধান লড়াই তৃণমূল কংগ্রেসের, সেই বিজেপি নেতার সঙ্গে ছটপূজার অনুষ্ঠানে একসাথে উপস্থিত থেকে কার্যত বিতর্ক বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। তবে তাকে নিয়ে বিতর্ক হলেও, তিনি যে তাতে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নন, তাও স্পষ্ট করে দিয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এর ফলে তৃণমূল কংগ্রেস কতটা অস্বস্তিতে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!