এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিশ্বভারতীর অশান্তির পিছনে তৃণমূল বিধায়কের ‘হাত’? পুলিশে রিপোর্ট ঘিরে সরগরম রাজ্য!

বিশ্বভারতীর অশান্তির পিছনে তৃণমূল বিধায়কের ‘হাত’? পুলিশে রিপোর্ট ঘিরে সরগরম রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মেলার মাঠের পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে শুরু হল দক্ষযজ্ঞ। চললো প্রাচীর ভাঙা, উপাচার্যের বাড়ি ঘেরাও, শেষ পর্যন্ত শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এর দাবি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের।

সংবাদ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিশ্বভারতীর পৌষমেলার মাঠে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তরফ থেকে জানানো হয়েছিল, পরিবেশ আদালত এর সমস্ত নির্দেশ যথাযথ ভাবে মান্য করে পৌষ মেলার মাঠে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছিল। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের সামনে দাঁড়িয়ে থেকে এই নির্মাণের কাজ পর্যবেক্ষণ করেছিলেন। কিন্তু আচমকা এই প্রাচীর নির্মাণ নিয়ে শুরু হল কিছু বিশ্ববিদ্যালয় ছাত্রের মধ্যে ব্যাপক শোরগোল ও উত্তেজনা।

বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও স্থানীয় মানুষ এই নির্মাণের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষভ দেখাতে শুরু করে । যা থেকে ঘটনাস্থলে দেখা দেয় ব্যাপক উত্তেজনা । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় মানুষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কিছু অংশ পে লোডার সঙ্গে নিয়ে এই নির্মনাকে ধূলিসাৎ করেছে। তারা অভিযোগ করেছে, পৌষমেলার এই মুক্ত শিক্ষাঙ্গনে প্রাচীর নির্মাণের যৌক্তিকতা কোথায়? শুধু তাই নয়, তারা তাদের এই অভিযোগ নিয়ে কাল সারারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বাড়ির সম্মুখে অবস্থান-বিক্ষোভ চালালেন ও সেইসঙ্গে সেখানকার পথ অবরোধ করলেন।

সংবাদ সূত্রে জানা গেছে, রাতভর তারা নিজেদের অবস্থান-বিক্ষোভ চালাবার পর, শেষ পর্যন্ত সকাল বেলায় ক্ষান্ত দেয়। উপাচার্য এ প্রসঙ্গে অভিযোগ জানিয়েছেন যে, তিনি এই ব্যাপারে স্থানীয় পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু পুলিশ তাকে কোন সাহায্যই করেনি। তার ফলেই পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ প্রসঙ্গে উপাচার্য অভিযোগ করেছেন, এই সমস্ত কাজে স্থানীয় মানুষদের উস্কেছেন বীরভূম জেলার দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের পাঁচিল ধংসের এই ঘটনায় দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরি সহ একাধিক তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে বিশ্বভারতী থেকে অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিনিকেতন থানায়। বিধায়ক নরেশ বাউরির ছাড়াও এই অভিযুক্তের তালিকায় আছেন বোলপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলার ওমর শেখ, সুকান্ত হাজরা, স্থানীয় তৃণমূল নেতা দেবব্রত সরকার, চন্দন সামন্ত, সুনীল সিং, সুব্রত ভকত, আমিনুল হুদা প্রমুখরা। বিশ্বভারতীর পক্ষ থেকে এদের সকলের বিরুদ্ধেই সরকারি সম্পত্তি পরিকল্পিত আক্রমণ, ভাংচুর, লুটপাট এমনকি প্রমাণ বিলোপের মতো একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়ে গোটা ঘটনা জানানো হলো বিশ্বভারতীর তরফ থেকে। অন্যদিকে বিশ্বভারতীর মতো এতটা বিখ্যাত ও ঐতিহ্য পূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সমস্যার সমাধানে বিশ্বভারতীর পাশে এসে দাঁড়িয়েছে বীরভূম জেলা প্রশাসন। উদ্ভূত এই সমস্যার সমাধান কল্পে আগামীকাল বুধবার সমস্ত পক্ষকে সঙ্গে নিয়ে একটি বিশেষ বৈঠকে বসার আহ্বান জানালেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা। এই বৈঠকে অংশগ্রহণের জন্য জেলাশাসক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেও আহ্বান জানিয়েছেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!