এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বাংলার উন্নয়নে কেন্দ্র থেকে ২ কোটি দিতে আগ্রহী বাবুল সুপ্রিয়! হাত বাড়াবেন কি তৃণমূলের মেয়র?

বাংলার উন্নয়নে কেন্দ্র থেকে ২ কোটি দিতে আগ্রহী বাবুল সুপ্রিয়! হাত বাড়াবেন কি তৃণমূলের মেয়র?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিজের সংসদীয় এলাকা আসানসোলে কেন্দ্রীয় প্রকল্প ‘নাগর বন’ নির্মাণে বিশেষ আগ্রহী হলেন আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় বন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই প্রসঙ্গে তিনি টুইট করলেন আসানসোলের তৃণমূল মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে।

প্রসঙ্গত ‘নগর বন’ প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত প্রকল্প গুলির মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য প্রকল্প। কেন্দ্র সরকারের ক্যাম্প ফান্ড এই বিশেষ প্রকল্পের জন্য প্রত্যেকটি রাজ্যের জন্য কেন্দ্র সর্বমোট বরাদ্দ করেছে ২৩৬.৪৮ কোটি টাকা। কেন্দ্র থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যের বন মন্ত্রীর হাত ধরেই রাজ্যগুলিকে এই অর্থ সাহায্য প্রদান করা হবে কেন্দ্রের তরফ থেকে।

প্রস্তাবিত, এই প্রকল্পের জন্য প্রয়োজন হবে ১০.৫০ হেক্টর জমি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হবে ২ কোটি টাকা। সংশ্লিষ্ট স্থানে বৃক্ষরোপণ, ফেন্সিং ও রক্ষণাবেক্ষণের জন্য। এ সম্পর্কে প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রীয় বনমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে, চলতি ২০২০-২১ অর্থবর্ষে সমগ্র দেশে মোট ৪০ টি নগর বন্ প্রকল্প নির্মাণের লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে তিনটি রাজ্যে এখনও পর্যন্ত ১৪ টি নাগর বনের জন্য আবেদনে মজুর করা হয়েছে ২ কোটি টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংশ্লিষ্ট রাজ্যের অর্থমন্ত্রীকে আগামী ৩১ আগস্টের মধ্যে রাজ্যে নগর বন নির্মাণের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক রাজ্যের এই আবেদন প্রাপ্তির পর আগামী অক্টোবর মাস থেকে সংশ্লিষ্ট কাজের জন্য রাজ্যকে অর্থ বরাদ্দ করবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

গতকাল সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এ বিষয়ে টুইট করেছেন আসানসোল কর্পোরেশনএর তৃণমূল মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে । যেখানে তিনি লিখেছেন, “ আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব আসানসোলে ‘নগরবন’ বানানোর জন্য জায়গা নির্ধারিত করতে। যাতে আমি সত্বর ২ কোটি টাকা অনুদান আসানসোলের জন্য দ্রুত রিলিজ করতে পারি। ”

আসানসোলের মেয়র কে করা নিজের এই টুইট প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, “কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা যাতে আমার সংসদীয় এলাকা পায়, তার জন্য মেয়রকে দ্রুত আবেদন করতে বলেছি। অন্যদিকে বাবুল সুপ্রিয়র করা এই টুইট প্রসঙ্গে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, “সরকারি কাজের প্রস্তাব টুইট করে হয় না। তবু বাবুল সুপ্রিয়র টুইটকে সম্মান জানিয়ে আমি দ্রুত জমির ব্যবস্থা করব।”

মেয়র জিতেন্দ্র তিওয়ারি এ প্রসঙ্গে আরো জানিয়েছেন যে, সম্প্রতি, আসানসোলের বহু জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল, ইসিএল ও সেইলের নামে । এই সংস্থাগুলিকে চিঠি দিয়ে মেয়র আবেদন জানাতে চান নগর বন প্রকল্পের প্রয়োজনীয় দেবার জন্যে । এর সঙ্গেসঙ্গেই তিনি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও অনুরোধ জানাতে চান যে, মন্ত্রী যেন নিজে এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে প্রকল্পের প্রয়োজনীয় জমি দানের ব্যাপারে নির্দেশ দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!