এখন পড়ছেন
হোম > রাজ্য > ৫ রক্ষণাবেক্ষণের অভাবে তিন বছরেই বিকল হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস- দায় কার?

৫ রক্ষণাবেক্ষণের অভাবে তিন বছরেই বিকল হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস- দায় কার?


রক্ষণাবেক্ষণ নেই। আর তাই সঠিক পরিচর্যার অভাবে বিকল হয়ে যেতে বসেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনুয়্যাল মিশনের বাসগুলি। জানা গেছে, তিন বছর যেতে না যেতেই এই বাসগুলি কার্যত অচল হয়ে পড়েছে। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে কমে গেছে বাসের সংখ্যা।

প্রসঙ্গত উল্লেখ্য, এই জেএনএনইউআরএম প্রকল্পে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা মোট 140 টি বাস পেয়েছিল এনবিএসটিসি। আর এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কলকাতার একটি সংস্থার ওপর। গত সেপ্টেম্বর মাসে সেই অনুযায়ী একটি চুক্তিও হয়েছিল। আর এরপরই শিলিগুড়ি ও জলপাইগুড়িতে দুটি ওয়ার্কশপ তৈরি করে দেয় পরিবহন নিয়ম।

কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই এই সংস্থা চলে যায়। ফলে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে যেতে শুরু করে সেই বাসগুলি। এদিকে রক্ষণাবেক্ষণের জন্য কোনো নতুন সংস্থা এখনও খুঁজে না পাওয়ায় শিলিগুড়ি শহরে 21 টি সিটি বাসের মধ্যে মোট 14 টি বাসই বিকল হয়ে গিয়েছে। তাহলে এই নিগমের ভবিষ্যৎ কী?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে এনবিএসটিসির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর সুবল রায় বলেন, “রক্ষণাবেক্ষণের সমস্যার কারণেই বাসগুলি বিকল হতে শুরু করেছে। যে টাকায় সেই সংস্থার সাথে চুক্তি হয়েছিল তার চেয়ে তাদের খরচ বেশি হচ্ছে বলে আচমকাই মেয়াদ শেষের আগেই তারা তা ছেড়ে চলে যায়। ফলে এখন রক্ষনাবেক্ষণের জন্য নতুন সংস্থা খুঁজতে হচ্ছে।” সব মিলিয়ে রক্ষণাবেক্ষণের অভাবে তিন বছরেই রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একাধিক বাস বিকল হয়ে যাওয়ায় প্রবল সমস্যা তৈরি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!