এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন পুরানো দ্বন্দ্বকে উস্কে দিয়ে সবং জিততে মরিয়া অধীর

নতুন পুরানো দ্বন্দ্বকে উস্কে দিয়ে সবং জিততে মরিয়া অধীর


সবং উপনির্বাচনকে পাখির চোখ করে ভোটে জিততে উঠেপড়ে লেগেছে সব দল। পিছিয়ে নেই কংগ্রেসও। এদিন কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত ভৌমিকের হয়ে ভোট প্রচারে এসে তৃণমূলের নতুন-পুরনো বিতর্ক উস্কে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরবাবু এদিন বলেন, “তৃণমূলে এখন একটি নতুন শক্তি সক্রিয় হয়েছে। এরা হঠাৎ দলে ঢুকে সবকিছু আত্মসাৎ করতে চায়। এরা তৎকাল তৃণমূল। এদের দলে পড়েন মানস ভুঁইয়া। যাঁরা এতদিন লড়াই করেছেন তাঁদের মাথার ওপর এরা এসে বসেছে।” প্রসঙ্গত গত বিধানসভা ভোটে জোট প্রার্থী হয়ে মানস ভূঁইয়া সবং থেকে জেতেন। এবার তার জায়গায় প্রার্থী হন তাঁর স্ত্রী গীতারানি ভূঁইয়া। যদিও তৃণমূলের অনেক পুরানো নেতা আসা করেছিলেন যে সবংয়ে তাদের মধ্যে থেকেই কাউকে প্রার্থী ঘোষণা করবে দল। আর সেই নিয়ে দলের অন্দরে চাপা ক্ষোভ রয়েছে তা সকলেরই জানা এবার সেই আগুনেই ঘি ঢাললেন অধীর বাবু এমনটাই মনে করছে রাজনৈতিকমহল। যদিও একে পাত্তা দিতে নারাজ তৃণমূল তাদের মতে মানুষ তৃণমূলকে ভোট দেবেন। আর বাংলার কয়েকজন নেতার জন্য কংগ্রেসও ক্ষয়ের পথে। মানুষ জানে কংগ্রেস এখন সিপিএমের সঙ্গে মিশে রয়েছে। তাই কংগ্রেসের নেতারা এসে যত বড়-বড় কথা বলুক মানুষ ওদের বিশ্বাস করবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!