এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী-শাহকে বড় ধাক্কা দিয়ে আর রাহুলের মুখে হাসি ফুটিয়ে দল ছাড়লেন বিজেপি মন্ত্রী

মোদী-শাহকে বড় ধাক্কা দিয়ে আর রাহুলের মুখে হাসি ফুটিয়ে দল ছাড়লেন বিজেপি মন্ত্রী

লোকসভা ভোটের আগে ফের বড় ধাক্কা গেরুয়া সংগঠনে। মোদী-শাহের রক্তচাপ বাড়িয়ে বিজেপির প্রাক্তন মন্ত্রী কংগ্রেস শিবিরে নাম লেখাতে চলেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুযায়ী, নির্ধারিত পরিকল্পনা মাফিক কর্মসূচি এগোলে আগামী রবিবারই মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়ে দলবদল করে ফেলবেন গোয়ার প্রাক্তন মন্ত্রী মহাদেব নায়েক।

লোকসভা ভোটের মুখে এই খবর প্রকাশ্যে আসার জেরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে বিজেপি শিবিরে। ওদিকে মহাদেব নায়েকের মতো একজন দক্ষ রাজনীতিবিদ কংগ্রেসে যোগ দেওয়ার খবরে খুশির জোয়ারে ভাসলেন রাহুল গান্ধী। মহাদেব নায়েক কংগ্রেসে আসলে নিঃসন্দেহে দক্ষিণ পশ্চিম ভারতে হাতশিবিরের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পাবে,তা বলাবাহুল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোয়ার শিরোদা কেন্দ্রে দু’বারের বিধায়ক মহাদেব নায়েক। তাছাড়া মনোহর পরিক্করের মন্ত্রীসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। কাজেই ১৯’এর লোকসভা ভোটের আগে তাঁর এই দলবদল বিজেপিকে চাপের মুখে ফেলবে বলেই আশঙ্কা গেরুয়াশিবির কর্তাদের। তবে এই দলবদলের ব্যাপারে এখনোই কোনো প্রকাশ্য মন্তব্য করতে নারাজ বিধায়ক মহাদেব নায়েক। তিনি শুধু বলেছেন,’কংগ্রেসের পক্ষ থেকে একতি প্রতিনিধিদল আমার কাছে এসেছিল। আমায় ওদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।’ এরপর তাকে দলবদলের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

প্রসঙ্গত,গোয়ার বিধানসভা নিয়ে বেশ অনেকদিন ধরেই জটিলতা দানা পাকিয়েছে। তাছাড়া মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর অসুস্থ থাকার দরুণ মন্ত্রীসভার কাজকর্ম নিয়ে গড়িমসি চলছে। এ নিয়ে বিরোধীরা যেমন অভিযোগে সরব,ঠিক তেমনি সরকার পক্ষের বিধায়কদের গলায় একইরকম অভিযোগের সুর শোনা যায়। এই অবস্থায় বিজেপি সরকারের দূর্বলতার সুযোগ নিয়ে বিধায়ক ভাঙিয়ে সরকার গঠনের দাবীও তোলে কংগ্রেস।

তবে কংগ্রেসের সে স্বপ্ন পূরণ হয়নি। গত বিধানসভা নির্বাচনের পরে গোয়ায় কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেসময়ই দলবদল করা বিধায়কদের নিয়ে সরকার গঠন করে বিজেপি। এখন বিজেপি সরকারের সংগঠনে ফের ধ্বস নামাতে তৎপর হয়েছে কংগ্রেস। দিন কয়েকআগেই তামিলনাড়ুতে চারটি দলের সঙ্গে জোট পাকা করে রাহুল গান্ধীকে জোর ধাক্কা দিয়েছিল বিজেপি। তারপর এদিন বিজেপি মন্ত্রীর কংগ্রেসে আসার খবরে ফের মোদী-শাহের হাসি ম্লান হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!