এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি বদে সিপিএমের পাশে এবার তৃণমূল

বিজেপি বদে সিপিএমের পাশে এবার তৃণমূল

রাজনীতির ময়দানে সিপিএম-তৃনমূলের সম্পর্ক যে খুব একটা ভালো তা নয় তবে এবার বিজেপি বদে সিপিএমের পাশে তৃণমূল। এক সারিতে এই দুই রাজনৈতিক দল। সম্প্রতি মেদিনীপুর জেলা সিপিএমের তরফে অভিযোগ উঠেছে , বিজেপি তাঁদের পার্টি অফিস দখল করে নিয়েছে। পুরোনো পার্টি অফিস পুনরুদ্ধারের প্রসঙ্গে শাসকদলের সহযোগীতা চেয়েছে সিপিএম ।এমনটাই দাবি দলের একাংশের। যদিও সিপিএম নেতা সুজন চক্রবর্তী তৃনমূলের সাহায্য প্রসঙ্গকে সম্পূর্ণ অস্বীকার করে বলেন, তৃনমূলই সবচেয়ে বেশি সিপিএম-এর কার্যালয় দখল করেছে। সেক্ষত্রে তাঁদের সাহায্য নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না ।

প্রসঙ্গত, মেদিনীপুর জেলার মেদিনীপুর পুরসভার ১নম্বর ওয়ার্ড তোড়াপাড়ায় সিপিএম -আর শাখা অফিস দেখাশোনা করতেন ছায়া রায় নামে স্থানীয় সিপিএম নেতৃত্ব। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই পার্টি অফিস বিজেপি দখল করে নেয়। এমনই অভিযোগ বাম শিবিরের । এ বিষয়ে ১ নম্বর ওয়ার্ডের তৃনমূলের তরফে বলা হয়েছে, তৃনমূল দখলের রাজনীতিতে বিশ্বাসী নয়।ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিজেপি তরফে নেতা শুভজিৎ রায় বলেন, দলবদলের পর পার্টি অফিসের রঙের পরিবর্তনে অন্যায়ের কিছু নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!