এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নোয়াপাড়ায় উন্নয়নের নিরিখে মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন: পার্থ চট্টোপাধ্যায়

নোয়াপাড়ায় উন্নয়নের নিরিখে মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন: পার্থ চট্টোপাধ্যায়

দুদিন আগে নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুনীল সিংয়ের সমর্থনে ইছাপুর স্টোর বাজারে এক প্রকাশ্য জনসভায় অংশ নেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পর্যবেক্ষক নির্মল ঘোষ, দুই বিধায়ক অর্জুন সিং, শীলভদ্র দত্ত এবং উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। সেই সভায় জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী শোনায় পার্থবাবুর গলা। নিজেদের দলের উন্নয়নের কথার পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমন করেন তিনি। পার্থবাবুর কথায় –

১. পদ্মফুল ফোটা তো দূরের কথা, এখানে কুঁড়িও ফুটবে না
২. বিজেপি আর সিপিএম আলাদা আলাদা পতাকায় লড়াই করলেও তলায় তলায় সিপিএম বিজেপিকে তোল্লাই দিচ্ছে
৩. এই এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে, উন্নয়নের নিরিখে মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন
৪. বিজেপি সর্বত্র ধর্মের নামে বিভাজন করার চেষ্টা করছে
৫. ওরা আমাদের রাম চেনাচ্ছে, বিজেপির কাছে আমরা হিন্দুত্ব শিখব না
৬. এলাকার মানুষের কাছে উন্নয়নের কথা প্রচার করুন
৭. গতবার মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আমরা সেই রায় মাথা পেতে নিয়েছি
৮. কিন্তু এবার মানুষ আমাদের পক্ষে রায় দেবেন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!