প্রধানমন্ত্রীকে ভগবানতুল্য মানুষ বলে দল ছাড়লেন কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক রাজ্য January 21, 2018 ফের ঘাসফুল শিবির থেকে গেরুয়া শিবিরে যোগ দিল প্রায় ৩০০ কর্মী-সমর্থক। বনগাঁর হরিদাসপুরের ঘটনা। এদিন বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডলের নেতৃত্বে একটি দলীয় সভায়র আয়োজন করা হয় হরিদাস পুরের ব্রিজের কাছাকাছি মাঠে। সেই সভাতেই প্রায় ৩০০ কর্মী সমর্থকদের হাতে গেরুয়া পতাকা তুলে দিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এদিন শাসকদল থেকে আসা এক কর্মী প্রবীণ দাস জানান, ” দেশের উন্নয়ন দেখে খুবই ভালো লাগছে। প্রধানমন্ত্রী খুবই ভালো। ভগবানতুল্য মানুষ । তাঁর নেতৃত্বে সব জায়গায় কাজকর্ম হচ্ছে। আর রজ্যের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। তাই দেখে বিশেষ কারনে তৃণমূল ছাড়লাম। বিজেপিতে যোগ দিলাম। আরও প্রচুর মানুষ বিজেপিতে যোগ দেবে।” সভায় দলে যোগদান কারীদের সংখ্যায় আপ্লুত হর নেতা দেবদাস মণ্ডল বলেন, ” প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে উন্নয়ন হচ্ছে। তাই সাধারণ মানুষের যোগদান বাড়ছে। পঞ্চায়েত ভোটের আগে আরও অনেক কর্মী বিজেপিতে যোগদান করবে।” আপনার মতামত জানান -