এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার দিলীপ ঘোষ আর মুকুল রায় সমান সমান ,সিদ্ধান্ত কেন্দ্রের

এবার দিলীপ ঘোষ আর মুকুল রায় সমান সমান ,সিদ্ধান্ত কেন্দ্রের

মুকুল রায়ের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-কে ‘ভিআইপি’ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।তবে কি তাঁর উপর কোনো হামলা হতে পারে আর তাই এই ব্যাবস্থা ?এই নিয়েই প্রশ্ন তুলেছে রাজনৈতিকমহলে।জানা গেছে খানিকটা তেমনই। সম্প্রতি দার্জিলিংয়ে দিলিপবাবু আক্রান্ত হওয়ার ও রাজ্যে শাসক দলের বহু নেতার বক্তব্য হুমকির অভিযোগ ওঠে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেই সব অভিযোগ খতিয়ে দেখার পর রাজ্যে বিজেপি সভাপতিকে ‘ওয়াই ক্যাটাগরি’ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গেছে বিজেপির কেন্দ্রীয় সূত্রে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোনো বিজ্ঞপ্তি আসেনি । বিরোধীদের তরফে যদিও তীব্র প্রতিবাদ উঠে এসেছে।

উল্লেখ্য, বিজেপি সূত্রে খবর দিলীপ বাবুর নিরাপত্তার দায়িত্ত দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এর উপর। এই সংস্থার ২-৩ জন জওয়ান সর্বত্র নিরাপত্তা দেবে দিলীপ ঘোষকে। এই সংস্থা দেশের ৭০ জন ‘ভিআইপি’কে নিরাপত্তা দেয়। নতুন সংযোজন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে মুকুল রায়ের ক্ষেত্রে কেন্দ্রে তরফে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গেও যদিও তিনি একই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। সেক্ষত্রে দিলীপ ঘোষের নিরাপত্তা ব্যবস্থায় কড়া পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে বিরোধীদের কটাক্ষ, সব নেতা মন্ত্রীর ক্ষেত্রেই দুষ্কৃতী হুমকি এসে থাকে।তবে তো সবাইকেই ‘ভিআইপি’ বলতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!