এবার ভারতী ঘোষ আর মুখ্যমন্ত্রীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় নেতা রাজ্য February 19, 2018 পশ্চিম বর্ধমানের বামনাবেড়ার একটি জনসভাতে বিজেপির সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় ভারতি ঘোষ কাণ্ড নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করলেন। এদিন বাবুল সুপ্রিয় প্রকাশ্যে বলেন, “দিদির কথা না মানলে, তাঁর বিরুদ্ধাচারণ করলে কী হয়, সেটা আমরা জানি। এই যে ভারতী ঘোষের বাড়ি থেকে এত কোটি কোটি টাকা পাওয়া গেল, সে টাকা কার? উনি তো দিদিকে মা বলতেন। মায়ের অনুমতি ছাড়া অত কোটি কোটি টাকা ওনার বাড়িতে জমা হল কী করে? ওই কোটি কোটি টাকা তো আপনাদের। ওর থেকে কিছু টাকাও যদি আপনাদের ফেরত দেওয়া যেত, তাহলে তো আপনাদের ভাল হতো।’’ এছাড়াও ওইদিন তিনি রাজ্যের পুলিশ বাহিনীর অসহায়তা নিয়ে সরব হন। এদিকে সূত্রের খবর অনুযায়ী জানা যায় আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বাবুল সুপ্রিয়র অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘বাবুল সুপ্রিয়র গান ছাড়া অন্য কোনও বক্তব্যে আমরা গুরুত্ব দিই না। উনি নিজেই ওনার গুরুত্ব হারিয়ে ফেলেছেন। ফলে উনি কী বললেন, তা নিয়ে আমরা ভাবিত নই।’’ আপনার মতামত জানান -