এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশে জুলাই নিয়ে শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা ! মানতে হবে এই নিয়ম !

একুশে জুলাই নিয়ে শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা ! মানতে হবে এই নিয়ম !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  গত বছর করোনা পরিস্থির জন্য একুশে জুলাইকে সেভাবে পালন করতে পারেনি শাসকদল তৃণমূল কংগ্রেস । আর এবার আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে ধর্মতলায়। দু’বছর পর ২১ জুলাইয়ের সমাবেশ হবে কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে কাজেই এই সমাবেশকে কেন্দ্র করে একাধিক নয়া নির্দেশ জারি হয়েছে এমনটা জানা যাচ্ছে ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এবার একুশে জুলাই সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা ধর্মতলায় আসতে পারেন । বর্তমানে রাজ্যে স্কুল শিক্ষকদের দু’টি সংগঠনের তরফ থেকে নেতৃত্বের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে বলে জানা যাচ্ছে । ফলে এই মর্মে এদিন তৃণমূলের শিক্ষক সংগঠনগুলি একটি নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে যে  আগামী ২১ জুলাইয়ের সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত শিক্ষকরা ধর্মতলায় সমাবেশে আসতে ইচ্ছুক, তাঁদের ছুটি নিয়েই সমাবেশে যেতে হবে। স্কুলে গিয়ে খাতায় সই করে ধর্মতলায় আসা চলবে না। এই নির্দেশ কেউ অমান্য করলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে জনর থাকবে সকলের । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!