এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীকে ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি

মুখ্যমন্ত্রীকে ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে মুখ্যমন্ত্রী নানাভাবে, নানা ভাষায় কটাক্ষ করেছেন। একাধিকবার কটাক্ষ করেছেন তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার ক্ষমতায় ফিরবে। বিপুল ভোটে পরাজিত হবে বিজেপি। এই আবহে আজ মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন। জানালেন, ডোনাল্ড ট্রাম্পের মতোই স্বৈরাচারী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিলীপ ঘোষ জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার হলো ডোনাল্ড ট্রাম্পের মত স্বৈরাচারী। গতকাল বাসন্তীতে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে ট্রাম্পের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। আজ আবার এই প্রসঙ্গ উত্থাপন করে বিজেপির রাজ্য সভাপতি জানালেন যে, তৃণমূল দলটি ক্রমশ স্বৈরাচারী হয়ে পড়েছে, চালাচ্ছে হত্যালীলা। তৃণমূলের মতো দলের পক্ষে হার স্বীকার করে নেওয়াটা মুশকিল। বাংলার মানুষ তাঁদের রায় দিয়ে দিয়েছেন। প্রথম দু দফাতেই মানুষ বলে দিচ্ছেন যে, তৃণমূলের বিদায় নিশ্চিত, আর ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ভোটের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে খেলা শেষ হয়ে গেছে। আর দু দফার পরে যে যার ঘরে ঢুকে যাবে। তৃণমূলের হয়ে প্রচারও আর কেউ করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে, তাঁর ভবিষ্যত যাচ্ছে কোন দিকে। এ কারণে তিনি নিজেই ভোটের দিন অশান্তি করবার চেষ্টা করেছিলেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে একটা বুথে দু’ঘণ্টা বসেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বা নির্বাচনের প্রার্থী হয়ে এটা কখনোই তাঁর শোভা পায় না, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

আবার, দ্বিতীয় দফার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে জানিয়েছিলেন যে, প্রথম দফায় হাত-পা ভেঙে গিয়েছে বিজেপির, দ্বিতীয় দফায় কোমর ভেঙেছে বিজেপির। অষ্টম দফার পর আর উঠে দাঁড়াতে পারবে না বিজেপি। তাঁর এই বক্তব্যের জবাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে, এসব বাচ্চাদের কথা। এসব কথা রাজনীতিতে গুরুত্বহীন। যাদের নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, তাঁরা আবার অন্যের হাত, পা ভাঙ্গা নিয়ে মন্তব্য করছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের প্রচারও করতে পারবে না তৃণমূল। খেলা শেষ হয়ে গেছে। দুদফার পর দেখা যাবে যে, সবাই ঘরে ঢুকে গেছে। তৃণমূলকে জবাব দেবেন বাংলার মানুষ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!