এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইওভার, ব্যাপক ভোগান্তির আশঙ্কা আমজনতার

Big Breaking, কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইওভার, ব্যাপক ভোগান্তির আশঙ্কা আমজনতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি শিয়ালদহ থেকে শুরু করে বউবাজার পর্যন্ত ওয়েস্ট মেট্রোর টানেল খোড়ার কাজ শুরু হয়েছে। এই কারণে আজ ১৫ ই জানুয়ারি রাত ১১টা থেকে আগামী মঙ্গলবার ১৯ সে জানুয়ারি ভোর ৬ টা পর্যন্ত শিয়ালদা ফ্লাইওভার বা বিদ্যাবতী সেতুর এক বিরাট অংশ বন্ধ রাখা হচ্ছে। এ কারণে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই রাস্তা ছেড়ে দিয়ে, বিকল্প রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাবার কথা ঘোষণা করা হয়েছে।

ইতিপূর্বে, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে তিন দিন বিদ্যাপতি সেতু বন্ধ রাখা হয়েছিল। ফলে প্রবল যানজটের সৃষ্টি হয়েছিল শহরজুড়ে। ভোগান্তি বেড়েছিল আমজনতার। আবার সেই ভোগান্তির আশঙ্কা বাড়ছে। আজ রাত ১১ টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত বিদ্যাপতি সেতুর একটি বিরাট অংশ বন্ধ রাখা হবে। উত্তর থেকে দক্ষিণে এই সেতুর ৫০ মিটার সম্পূর্ণ বন্ধ রাখা হবে, সুড়ঙ্গ খোড়ার কারণে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, বিদ্যাপতি সেতু বন্ধ থাকার সময়ে দক্ষিণ কলকাতা থেকে শিয়ালদার দিকে আসা গাড়ি গুলি এজেসি বোস রোড হয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছবে। উত্তরদিকে থেকে শিয়ালদা স্টেশনের দিকে আসা গাড়ি গুলি নারকেলডাঙ্গা, ফুলবাগান, বেলেঘাটা মেনরোড হয়ে শিয়ালদা পৌঁছাবে।

শিয়ালদা থেকে দক্ষিণ দিকে যাওয়া গাড়িগুলি মানিকতলা, আর্মহাস্ট স্টিট, বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে যাবে লেনিন সরণিতে। উত্তরের দিকে যাওয়া গাড়ি গুলি বিবেকানন্দ রোড, সেন্ট্রাল অ্যাভেনিউ হয়ে যাবে। ইতিপূর্বে মেট্রোর কাজে যখন তিন দিনের জন্য বন্ধ ছিল বিদ্যাপতি সেতু, তখনও গাড়িগুলি এভাবেই ঘুর পথে যাতায়াত করেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!