এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার বড়োসড়ো আন্দোলনের হুমকি বিক্ষুব্ধ কৃষকদের

আবার বড়োসড়ো আন্দোলনের হুমকি বিক্ষুব্ধ কৃষকদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রজাতন্ত্র দিবসের দিনে বিক্ষুব্ধ কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দিল্লিতে। পুলিশের সঙ্গে কৃষকদের খণ্ডযুদ্ধ বাধে। লালকেল্লায় জাতীয় পতাকা নামিয়ে রেখে কৃষক আন্দোলনের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। যা দেখে অনেকেই ক্ষুব্দ হয়েছিলেন। দীর্ঘদিনের অহিংস আন্দোলনের এই সহিংস রূপ অনেকেই মেনে নিতে পারেননি।

এই আবহে এবার আবার বড়োসড়ো কৃষক আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হলো। আগামী ৬ই ফেব্রুয়ারি ৩ ঘণ্টা দেশজুড়ে চাক্কাজামের হুঁশিয়ারি একাধিক কৃষক সংগঠনের। কৃষক আন্দোলনের নিকটবর্তী এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কৃষকদের উপর অত্যাচার, ও নানা বিষয়ে প্রতিবাদ জানিয়ে এই পদক্ষেপ নিতে চলেছেন কৃষকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিক্ষুব্দ কৃষকের জানিয়েছেন যে, আগামী ৬ ই ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত রাস্তা অবরোধ করবেন তাঁরা। কৃষকেরা অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় বাজেটে কৃষকদের বিষয়টি একেবারেই অবহেলিত। তাঁদের আরও অভিযোগ, তাঁরা যেখানে আন্দোলন করছেন, সেখানে জল, বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। মোবাইল টয়লেট সরিয়ে নেয়া হয়েছে সেখান থেকে। এছাড়া কিষান মোর্চার টুইটার হ্যান্ডেল ট্রাক্টার টু টুইটারের ওপরে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সেদিন রাস্তা অবরোধ করবার সিদ্ধান্ত নিলেন বিক্ষুব্ধ কৃষকেরা।

কৃষকদের দাবি, কেন্দ্রের নয়া তিন কৃষি আইন সম্পূর্ণ বাতিল করে দিতে হবে, এটাই তাদের একমাত্র দাবী। কেন্দ্রীয় বাজেটে কৃষি ক্ষেত্রে কি বরাদ্দ করা হয়েছে? তা নিয়ে তাদের তেমন উৎসাহ নেই। তাঁরা আরও জানিয়েছেন যে, তাদের আন্দোলন স্থলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখায়, অধিকাংশ কৃষক বাজেটের বিষয়ে কিছুই জানতে পারেননি।

এ প্রসঙ্গে স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন যে, কৃষকদের টুইটার অ্যাকাউন্টের বিরুদ্ধে তদন্ত করতে সরকারি আধিকারিকদের অনুরোধ করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, নতুন বাজেটে কৃষি ক্ষেত্রে বরাদ্দ যথেষ্ট কমিয়ে দেয়া হয়েছে। ফলত, কৃষকদের চাক্কাজ্যামকে কেন্দ্র করে আগামী ৬ ই ফেব্রুয়ারি আবার এক তান্ডবের আশঙ্কা রয়েছে দিল্লিতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!