এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্জুন-গড়ে থাবা বসাতে পরিকল্পনা শুরু তৃনমূলের, নয়া সমীকরণে শিরোনামে ভাটপাড়া!

অর্জুন-গড়ে থাবা বসাতে পরিকল্পনা শুরু তৃনমূলের, নয়া সমীকরণে শিরোনামে ভাটপাড়া!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূল হোক বা বিজেপি যখন যে দলে থেকেছেন, তখন তিনিই শেষ কথা বলেছেন ভাটপাড়া এলাকায়। তিনি আর কেউ নন, বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তবে যে লক্ষ্য ছিল ভারতীয় জনতা পার্টির, 2021 এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর সেই লক্ষ্য থেকে পিছনে সরে গিয়ে এখন অনেকটাই হতাশ গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। সেদিক থেকে বিজেপির অনেক শক্ত ঘাঁটিতে থাবা বসাতে সক্ষম হয়েছে তৃণমূল। তাই এই পরিস্থিতিতে অর্জুন সিংহের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভাটপাড়া নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে।

বলা বাহুল্য, সামনেই পৌরসভা নির্বাচন। আর সেই পৌরসভা নির্বাচনে অন্যান্য পৌরসভার মত বাড়তি নজর রয়েছেই ভাটপাড়া পৌরসভার দিকে‌। বারবার এই পৌরসভা কার দখলে থাকবে, তা নিয়ে বৃহৎ রাজনৈতিক তরজা সামনে এসেছে। এমনকি ক্ষমতা দখল করতে দুই পক্ষের বোমাবাজি এবং গোলাগুলিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তাই এই পরিস্থিতিতে আগামী দিনে ভাটপাড়া পৌরসভার নির্বাচনের আগে এখন এই এলাকার রাজনৈতিক সমীকরণের অংক মেলাতে তৎপর বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, ভাটপাড়া এলাকায় ক্ষমতা দখলের পেছনে রয়েছে সাংগঠনিক ক্ষমতা। অর্থাৎ এখানে যার সংগঠন যত বেশি শক্তিশালী, তারাই শেষ কথা বলে। অর্জুন সিংহ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর লোকসভা নির্বাচনে এখানে অভূতপূর্ব ফলাফল করেছিল ভারতীয় জনতা পার্টি। কেননা তৃণমূলে থাকার সময় নিজের মতো করে এলাকার সংগঠন সাজিয়েছিলেন অর্জুন সিংহ। তাই তিনি শিবির বদল করার পর তার পথ ধরে অনেকেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তবে 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করার টার্গেট নিলেও, তাদের সেই আশা পূরণ হয়নি। আর তারপরেই ক্রমাগত এখানে বিজেপির অন্দরমহলে হতাশা তৈরি হয়েছে‌। তাই এই পরিস্থিতিতে তৃণমূলে হতাশাকে কাজে লাগিয়ে নিজেদের মতো করে সংগঠন তৈরির জন্য ঝাঁপিয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে অর্জুন সিংহ এবং ভারতীয় জনতা পার্টিকে যাতে কোণঠাসা করা যায়, তার জন্য এখন জনমুখী নানা কর্মসূচি নিতে শুরু করেছে ঘাসফুল শিবির। যার প্রধান লক্ষ্য, আগামী পৌরসভা নির্বাচনে ভাটপাড়ার ক্ষমতা দখল করা। তবে শেষ মুহূর্তে খেলা থেকে যে বিজেপি সরে যাবে, এমনটা মানতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, অর্জুন সিংহ কোনোমতেই নিজের এলাকা হাতছাড়া হতে দেবেন না। তাই তিনিও পাল্টা কৌশল করতে শুরু করেছেন। আর এই সমস্ত কিছু নিয়েই এখন সরগরম ভাটপাড়া এলাকা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যে যাই বলুন না কেন, বিধানসভা নির্বাচনের পর লক্ষ্যচ্যুত হয়ে গিয়ে বিজেপি নেতা-কর্মীরা অনেকটাই মুষড়ে পড়েছেন‌। আর সেই হতাশাকে কাজে লাগাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। নিজেদের মতো করে বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে ঘাসফুল শিবির। তবে সেভাবে বিজেপি নেতা কর্মীদের সক্রিয়তা এখানে চোখে পড়ছে না। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর অর্জুন সিংহকে যতটা সক্রিয় হতে দেখা গিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ভাটপাড়া এলাকায় সেভাবে তার তৎপরতা চোখে আসছে না। আর এই বিষয়টি কিছুটা হলেও ভাবাতে শুরু করেছে বিজেপি নেতা-কর্মীদের।

একাংশ বলছেন, এই ভাটপাড়া এলাকায় বাঙালি এবং অবাঙ্গালী ভোটাররা অত্যন্ত বড় ফ্যাক্টর। বিধানসভা নির্বাচনের আগে অনেকেই গেরুয়া শিবিরের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। তবে সম্প্রতি 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর সেই সমস্ত ভোটাররা আগামী পৌরসভা নির্বাচনে কি করবেন, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। তাই শেষ মুহূর্তে পৌরসভা নির্বাচনের দামামা বাজার পর রাজনীতির অংকে কে বাজিমাত করে, কাদের দখলে যায় ভাটপাড়া পৌরসভা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!