এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনে কেমন খেলা হবে, জানিয়ে দিলেন অনুব্রত! টালমাটাল রাজ্য রাজনীতি

নির্বাচনে কেমন খেলা হবে, জানিয়ে দিলেন অনুব্রত! টালমাটাল রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচন যে অতীতের নির্বাচনগুলোর মত নয়, তা এক প্রকার স্পষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে। এবারের নির্বাচন অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টি। কোথাও কোথাও আবার লড়াই ত্রিমুখী। নিজেদের শক্তি বৃদ্ধি করতে কার্যত মরিয়া সংযুক্ত মোর্চা। তবে লড়াই যতই কঠিন হোক না কেন প্রতিটি রাজনৈতিক দল এখন থেকেই আত্মবিশ্বাসী যে, তারাই রাজ্যের ক্ষমতা দখল করবে।

যেহেতু বর্তমানে রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, তাই শাসক দলের নেতাদের বক্তব্য সবথেকে গরমাগরম হয়ে উঠছে। “খেলা হবে” স্লোগান তুলে বিভিন্ন জনসভা থেকে শুরু করে পথসভার মধ্য দিয়ে নিজেদের কথা তুলে ধরছেন ঘাসফুল শিবিরের নেতৃত্বরা। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই স্লোগান আসলে বিরোধীদের হুমকি দেওয়ার জন্য। তবে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো খেলা হবে স্লোগান নিয়ে যতই বিরোধিতা করুন না কেন, ভোটের প্রচার যখন চরমে তখন ভয়ঙ্কর খেলা হবে বলে মন্তব্য করে ফের শোরগোল তুলে দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার বাঁকুড়া রানিবাঁধ তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির সমর্থনে একটি জনসভায় বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেখানেই “খেলা হবে” স্লোগানের বিশদ ব্যাখ্যা করতে দেখা যায় তাকে। হেভিওয়েট এই তৃণমূল নেতা বলেন, “খেলব, আরও ভয়ঙ্কর খেলব। ঘরে ঘরে খেলব। চারজন মিলে খেলব। পারলে আটকে দেখাক। এই মাটিতেই খেলব। সবার সাথে খেলব।” অর্থাৎ অনুব্রত মণ্ডল এবার নির্বাচনের আগে যেমন নরম গরম বক্তব্য দিয়ে খবরের শিরোনামে আসেন, এবারেও যে তার কোনো ব্যতিক্রম হল না, তা বলাই যায়। শুধু তাই নয়, তার এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত প্রমাণ হয়ে গেল যে, এবারে আর গুড় বাতাসা বা চরাম চরাম ঢাক নয়, বরঞ্চ তার বক্তব্যের প্রধান বিষয়বস্তু হতে চলেছে, খেলা হবে।

স্বাভাবিক ভাবেই তৃণমূলের হেভিওয়েট নেতার এই বক্তব্য নিয়ে এখন রীতিমত সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, এমনিতেই অনুব্রত মণ্ডলের দাপটে বীরভূমের গণতন্ত্র সুরক্ষিত নয়। তার মধ্যে এবারের নির্বাচনে তার দল খুব একটা ভালো ফল করতে পারবে না। তাই এখন থেকেই এই “খেলা হবে” বলে অনুব্রত বাবুর মত নেতারা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। তবে যে যাই বলুন না কেন, “খেলা হবে” স্লোগান যে এখন বঙ্গ রাজনীতির চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই স্লোগানকে রং চড়িয়ে প্রেরণ করতে শাসকদলের নেতাদের যে জুড়ি মেলা ভার, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!