ত্রিপুরায় পরিবর্তন হবেই, পশ্চিমবঙ্গে ভেসে যাবে তৃণমূলের জনবিরোধী সরকার: মুকুল রায় জাতীয় বিশেষ খবর রাজ্য February 15, 2018 ত্রিপুরায় বিজেপির প্রচারে অংশ নিয়ে কার্যত বাংলায় পরিবর্তনের পরিবর্তন হওয়ার কথা আবারো উস্কে দিলেন তৃণমূল কংগ্রেস ত্যাগী বিজেপি নেতা মুকুল রায়। ত্রিপুরার জনসভা থেকে তিনি বলেন – ১. ত্রিপুরায় এবার বিজেপি পতাকা উড়বেই ২. আর সেই জোয়ারেই পশ্চিমবঙ্গে ভেসে যাবে তৃণমূলের জনবিরোধী সরকার ৩. বাংলায় পুলিশিরাজের সরকারকে উত্খাত করবে বিজেপিই ৪. সেদিন আর বেশি দেরি নয় ৫. কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে দেশে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে ৬. সেই উন্নয়ন যজ্ঞে এই রাজ্যকে সামিল করবেন কি না, তা পুরোপুরি আপনাদের হাতে ৭. আপনারাই স্থির করুন বিজেপিশাসিত রাজ্যের সুফল লাভ করবেন কি না ৮. ত্রিপুরা বিজেপি জিতলে এই রাজ্যেও উন্নয়নের ধ্বজা উড়বে ৯. ত্রিপুরায় জিতলে পশ্চিমবঙ্গেও তৃণমূলের জনবিরোধী সরকারকে চরম বার্তা দেওয়া যাবে ১০. ত্রিপুরার মানুষ পরিবর্তন চেয়েছিলেন বলেই তৃণমূলের উত্থান হয়েছিল ১১. কিন্তু তাঁরাও বুঝতে পেরেছে, তৃণমূলের পক্ষে বাম শাসনের অবসান ঘটানো সম্ভব নয় ১২. ত্রিপুরার বাম সরকারের পতন ঘটাতে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন পরিবর্তনপন্থীরা ১৩. তাঁদের লক্ষ্য একটাই সিপিএমের ২৪ বছরের শাসনের অবসান ঘটানো ১৪. বিজেপিই তা পারবে বলে বিশ্বাস থেকেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এই রাজ্য থেকে ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে ১৫. এখন এ রাজ্যে যদি সিপিএমের অপশাসন মুক্ত করা যায়, যদি রাজ্যে বিজেপি পরিবর্তনের সরকার গড়া যায়, তা হবে প্রতিবেশী রাজ্যের তৃণমূল সরকারকেও চরম বার্তা দেওয়া যাবে ১৬. সেদিকেই এগোচ্ছে রাজনৈতিক পরিস্থিতি ১৭. প্রতিটি জনসভায় ভিড়ই বুঝিয়ে দিচ্ছে ত্রিপুরায় পদ্ম ফোটা স্রেফ সময়ের অপেক্ষা আপনার মতামত জানান -