এখন পড়ছেন
হোম > রাজ্য > ডেরেক ও’ব্রায়েনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূলে ‘সোশ্যাল মিডিয়া সেলের সদস্য’

ডেরেক ও’ব্রায়েনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূলে ‘সোশ্যাল মিডিয়া সেলের সদস্য’

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়ান এদিন সুবীর বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যাক্তির নামে কোলকাতা সাইবার সেলে অভিযোগ দায়ের করেন । ওই ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি নিজেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের সদস্য হিসাবে পরিচয় দিতেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী তথা সমর্থকদের যাবতীয় সমস্যা ও অভিযোগের বিষয় জানতে চাইতেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তারপর ই বিভিন্ন যায়গায় ওই অভিযোগ বা সমস্যা সংক্রান্ত ই-মেল পাঠাতেন তিনি।কিন্তু তৃণমূলের তরফ থেকে জানা যাচ্ছে এমন কোনো সেলই নেই তৃণমূলের ফলে সুবীরবাবুর এই কান্ডকারখানা নজরে আসে তৃণমূলপার্টির। এই নিয়েই অভিযোগ দায়ের করলে পুলিশি তদন্ত শুরু করে আর তারপর হুগলীর চুঁচুড়ার শাহগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।জানা গেছে আদালতে তোলা হলে আগামী পয়লা মে পর্যন্ত পুলিশি হেফাজতে তাকে রাখার নির্দেশ দিয়েছে আদালত।অভিযুক্তের কাছ থেকে একটা ল্যাপটপও বাজেয়াপ্ত হয়েছে,এমনটাই পুলিশ সূত্রের খবর।যদিও এই নিয়ে সুবীরবাবুর তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সমর্থকেরা এই নিয়ে দুই ভাগ। একভাগের মতে সুবীরবাবু বিজেপির লোক আর তৃণমূলের নাম নিয়ে অন্দরের খাবে বের করে বিজেপিকে দিতেন বলে তারা দাবি করেছেন আর এল দল বলছেন যে না তা নয় উনিও অনেকের মতোই তৃণমূলের সমর্থক ও তৃণমূলের ভালোই করছিলেন।আসল কথা কি তা এখনো জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!