এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের তিনটি স্তরে কোন দল কত মনোনয়ন জমা দিল শেষপর্যন্ত?

পঞ্চায়েতের তিনটি স্তরে কোন দল কত মনোনয়ন জমা দিল শেষপর্যন্ত?


আইনি জট কাটিয়ে অবশেষে গত সোমবার মনোনয়নের জন্য একদিন অতিরিক্ত বরাদ্দ করে নির্বাচন কমিশন। যদিও সেইদিন রাজ্যজুড়ে শাসকদল অশান্তির আবহ তৈরী করেছিল বলে অভিযোগ বিরোধী দলগুলির, ফলে অতিরিক্ত একটি দিন পেয়েও সেভাবে ফাঁকা আসনে মনোনয়ন দিতে পারেনি তারা। অন্যদিকে, আগেই আসনসংখ্যার থেকেও বেশি মনোনয়ন জমা দিলেও, সোমবার আরো অনেক মনোনয়ন জমা পরে শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে। একনজরে দেখে নেওয়া যাক, মনোনয়ন পর্বের শেষে কোন দল শেষপর্যন্ত পঞ্চায়েতের তিনটি স্তরে কত মনোনয়ন জমা দিতে পারল –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জেলা পরিষদ –
মোট আসন – ৮২৫
তৃণমূল কংগ্রেস – ১,০৮৫
বিজেপি – ৮৩২
সিপিআইএম – ৫৬৮
কংগ্রেস – ৪৩০
বহুজন সমাজ পার্টি – ৮৫
ফরওয়ার্ড ব্লক – ৫১
আরএসপি – ৩৬
সিপিআই – ২৬
এনসিপি – ৬
অন্যান্য – ৪৬৩
নির্দল – ১৯৪
মোট – ৩,৭৭৬

পঞ্চায়েত সমিতি –
মোট আসন – ৯,২১৭
তৃণমূল কংগ্রেস – ১২,৮৬০
বিজেপি – ৬,৩৫১
সিপিআইএম – ৪,৫০৯
কংগ্রেস – ১,৮০৭
আরএসপি – ২৪০
ফরওয়ার্ড ব্লক – ২৩৫
সিপিআই – ১৩৪
বহুজন সমাজ পার্টি – ৬৫
এনসিপি – ৬
অন্যান্য – ৮৩৮
নির্দল – ১,৮৬০
মোট – ২৮,৯০৫

গ্রাম পঞ্চায়েত –
মোট আসন – ৪৮,৬৫০
তৃণমূল কংগ্রেস – ৫৯,৭৩৬
বিজেপি – ২৮,৬৯৬
সিপিআইএম – ১৭,৯০৪
কংগ্রেস – ৭,৬৪৯
আরএসপি – ১,০৩১
ফরওয়ার্ড ব্লক – ৮২৮
সিপিআই – ৫৬১
বহুজন সমাজ পার্টি – ১৪১
এনসিপি – ১৪
অন্যান্য – ২,৫৪২
নির্দল – ১১,১০৭
মোট – ১,৩০,২০৯

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!