এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির বিরোধিতা করলেই NIA দিয়ে বাগে আনা হবে? বিস্ফোরক অভিযোগে ঝড় তুললেন হেভিওয়েট নেত্রী

বিজেপির বিরোধিতা করলেই NIA দিয়ে বাগে আনা হবে? বিস্ফোরক অভিযোগে ঝড় তুললেন হেভিওয়েট নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সন্ত্রাসবাদে মদত যোগাতে অর্থ সরবরাহ চলছে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে বলে সন্দেহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আর সেই সূত্রেই এবার জম্মু-কাশ্মীরে তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।   কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই পদক্ষেপের কারণে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এবার জম্মু-কাশ্মীরের অন্যতম রাজনৈতিক নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। জানা গেছে, বুধবার শ্রীনগরের দশটি জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চিরুনি তল্লাশি চালায় এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তালিকায় ছিল ইংরেজি দৈনিক গ্রেটার কাশ্মীরের সদরদপ্তর।

আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার মেহেবুবা মুফতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তথা এনআইএ কে বিজেপির ‘পোষ্য সংস্থা’ বলে বিতর্ক বাড়ালেন। দেশজুড়ে যেভাবে সন্ত্রাসবাদীদের ক্ষমতা বেড়ে চলেছে, সেদিকে নজর রেখেই এদিন জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। অন্যদিকে গতকাল কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারিভাবে এবার থেকে যে কোন ভারতীয়ই কেন্দ্রশাসিত অঞ্চলে জমি কিনতে পারবেন। মেহবুবা মুফতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি এবং কেন্দ্রীয় সরকারের জমি কেনার ঘোষণা দুটি নিয়েই টুইটে তুমুল সমালোচনা করেছেন।

পিডিপি নেত্রী এদিন অভিযোগ করেছেন, যেসব সাংবাদিকরা বিজেপির হয়ে কথা বলবে না, এবার থেকে তাঁদেরকেই টার্গেট করা হবে এবং সেক্ষেত্রে ভয় দেখানোর জন্য, হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে। এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘‘দুঃখজনকভাবে বিজেপির পোষ্য সংস্থাতে পরিণত হয়েছে এনআইএ।’’ অন্যদিকে জানা গেছে, মানবাধিকার কর্মী পারভেজ খুররমের বাড়ি ও গ্রেটার কাশ্মীরের দপ্তরে তল্লাশি এনআইএকে সহযোগিতা করেছে কাশ্মীরের আধাসামরিক বাহিনী এবং স্থানীয় পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ ব্যাপারে যেভাবে তল্লাশি চালানো হয়েছে সে প্রসঙ্গে মেহবুবা মুফতি জানিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতকে সরকার অবদমন করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্যে। অন্যদিকে জম্মু-কাশ্মীরে আবারো 370 ধারা চালুর দাবিতে ফারুখ আবদুল্লার নেতৃত্বে গুপকার ডিক্লেরেশনের যোগ দিয়েছেন মেহবুবা মুফতি। অন্যদিকে মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। জম্মু-কাশ্মীরের 2 প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভারতে থাকার কোন অধিকার নেই বলেই জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ উঠেছে ভূস্বর্গের নানা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক সংস্থার বিরুদ্ধে। সেই অনুযায়ী জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এনআইএ। কিন্তু যেভাবে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন, তাতে বোঝাই যাচ্ছে আবার স্বমহিমায় ফিরে এসেছেন পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। আপাতত মেহবুবা মুফতির বর্তমান অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে যে তুমুল ঝড় উঠতে চলেছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!