এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হঠাৎ করেই দলকে চরম বিড়ম্বনায় ফেলে দল ছাড়লেন তৃণমূলের আদি হেভিওয়েট নেতা

হঠাৎ করেই দলকে চরম বিড়ম্বনায় ফেলে দল ছাড়লেন তৃণমূলের আদি হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের ভাঙনের ধারা যেন আর বন্ধ হতেই চাইছে না। একুশের বিধানসভার নির্বাচন যত কাছে আসছে, ততই শাসক শিবিরের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। ইতিমধ্যেই শুভেন্দু, রাজীবসহ তৃণমূলের প্রথম সারির বহু নেতা দল ত্যাগ করেছেন। গতকাল আবার দল ছেড়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। আর এবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে তৃণমূল থেকে বেরিয়ে গেলেন ময়নাগুড়ি ব্লকের আদি তৃণমূল নেতা ডালিম রায়। শোনা যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ডালিম রায় পদত্যাগ করলেন। সমস্যার সূত্রপাত হয়, যখন ডালিম রায়কে ময়নাগুড়ির ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

যদিও ডালিম রায় তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু তিনি এবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, প্রথম দিন থেকেই তিনি দলে রয়েছেন, দলের হয়ে নিঃস্বার্থভাবে কাজ করছেন। কিন্তু তা সত্বেও তাঁকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেই কারণেই তিনি দল ছাড়ছেন। পাশাপাশি ডালিম রায়ের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনাও তীব্র হয়ে উঠেছে। প্রসঙ্গত ময়নাগুড়ি ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছে। ময়নাগুড়ির 1 নম্বর ব্লকের সভাপতি মনোজ রয়ের সঙ্গে ডালিম রায়ের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। তাই ডালিম রায়ের বদলে যখন মনোজ রায়কে ব্লক সভাপতি করা হয়, তখন এই সংঘাত আরও চরমে ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি মনোজ রায়ের বিরুদ্ধে ডালিম রায়ের অনুগামীরাও বিক্ষোভ দেখান। অন্যদিকে ডালিমের তৃণমূল ছাড়া নিয়ে জলপাইগুড়ির জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী জানিয়েছেন, ডালিম রায় আগেও দল ছেড়েছেন। পাশাপাশি তিনি ডালিম রায়কে তীব্র ভর্ৎসনা করে বলেছেন,  তৃণমূলের শুধুমাত্র একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যথারীতি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই মুহূর্তে সংবাদ শিরোনামে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এর আগেও বহু নেতাকর্মী দল ছেড়েছেন।

তৃণমূল নেত্রীর পক্ষ থেকেও গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার জন্য বিভিন্নভাবে বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্বেও পরিস্থিতির বিন্দুমাত্র বদল যে হচ্ছেনা তারই সাক্ষী হলো ডালিম রায়ের দলত্যাগ। তবে ডালিম রায়ের দল ছাড়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বিশেষ কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি। ডালিম রায় মুখে কিছু না বললেও রাজনৈতিক মহলের অনেকেই তাঁর গেরুয়া শিবিরে যাওয়ার দিকে ইঙ্গিত করেছেন। এক্ষেত্রে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের জোর যে আরো কিছুটা বাড়বে, তা এককথায় বলা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!