এখন পড়ছেন
হোম > রাজ্য > বিনা হেলমেটে তৃণমূলের রামনবমীর প্রচার মিছিল বিতর্ক শুরু

বিনা হেলমেটে তৃণমূলের রামনবমীর প্রচার মিছিল বিতর্ক শুরু


“সেফ ড্রাইভ সেভ লাইফ” দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী জনসাধারণকে সচেতন করতে আগেও উদ্যোগে নিয়েছেন আর এখনো সেই নিয়ে বজায় আছে সতর্কতা। কিন্তু সেই সচেতনতার ধার ধরলেন না এবার তৃণমূলের যুব বাহিনী।মুখ্যমন্ত্রীর নির্দেশে এবছর জেলায় জেলায় রামনবমী পালন করবে তৃণমূল। আর সেই মতো তৃণমূল নেতারা নেতৃত্ব দেবেন সেই মিছিলের আর এদিন সেই রামনবমী মিছিল উপলক্ষ্যে প্রচারে বেরোলো বাঁকুড়ার তৃণমূল কর্মী -সমর্থকরা।অন্যায় নেতাদের সাথে নেতৃত্ব দেন স্থানীয় যুব তৃণমূল নেতা সুদীপ চক্রবর্তী।কিন্তু সেই মিছিলে দেখা গেলো মাথায় ‘জয় শ্রীরাম ‘ লেখা ফেট্টি বাঁধা ,নেই কোনো হেলমেট।ট্রাফিক পুলিশের সামনে দিয়ে মিছিল গেলেও কোনো বাধা দেওয়া হলো না পুলিশের তরফ থেকে আর এই নিয়েই বিতর্ক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কেনন হেলমেট ছাড়া বাইক চালানো আইনত অপরাধ। আর সেই অপরাধে পুলিশ রোজ সাধারণ মানুষকে সচেতন করছে। জরিমানা করা হচ্ছে। আর তাছাড়া এর আগেও বিজেপি বিনা হেলমেটে বাইক চালিয়ে মিছিল করে পুলিশ তাদের কর্তব্য পালন করেছে। মিছিল আটকানো হয়েছে। কিন্তু এদিন তা না হওয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। পাপাশাপাশি বিরোধীরাও সোচ্চার হয়েছেন। কিন্তু এতে কোনো দোষ দেখছেন না স্থানীয় তৃণমূল নেতারা। এই নিয়ে স্থানীয় যুব তৃণমূল নেতা সুদীপ চক্রবর্তী বলেন, “আমাদের কপালে জয় শ্রী রাম লেখা ফেট্টি বাঁধা রয়েছে, সেটিই হেলমেটের কাজ করবে। তাই হেলমেটের দরকার নেই। তা ছাড়া শহরের মধ্যে আস্তেই বাইক চালানো হচ্ছে। তাই হেলমেট কেন লাগবে?” যদিও বাঁকুড়া ট্র্যাফিক পুলিশের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!