এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভা নির্বাচনের পূর্বে বিরাট স্বস্তি বিমল গুরুংয়ের

বিধানসভা নির্বাচনের পূর্বে বিরাট স্বস্তি বিমল গুরুংয়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধিক মামলায় জড়িত গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন ফেরার। তাঁর বিরুদ্ধে ইউএপিএ, খুন, সরকারি সম্পত্তি নষ্ট, দেশদ্রোহিতা সহ একাধিক মামলা ছিল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর বিরুদ্ধে থাকা অধিকাংশ মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। তাঁর বিরুদ্ধে চলা ৭০টি মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, শুধু
ইউপিএ, খুনের মামলা ছাড়া।

প্রসঙ্গত, ২০১৭ সালের পর থেকে প্রায় তিন বছর ফেরার ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। গত পঞ্চমীর দিনে হঠাৎ দেখা যায় তাঁকে কলকাতার রাস্তায়। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করার কথা ঘোষণা করেন। এরপর বিমল গুরুং ফিরে আসেন পাহাড়ে। পাহাড়ে ফিরে আসার পর তৃণমূলের হয়ে তিনি প্রচার শুরু করেছেন।

তাঁর হারিয়ে যাওয়া ক্ষমতা, প্রভাব পুনরুদ্ধারের তিনি চেষ্টা চালাচ্ছেন। এই পরিস্থিতিতে আজ ৭০ টিরও বেশি মামলা থেকে তাঁকে রেহাই দিল রাজ্য সরকার। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য। রাজ্য আইন দফতরের পক্ষ থেকে জেলা পুলিশকে এই নির্দেশ দেয়া হয়েছে। এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছে একাধিক বিরোধী শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন যে, বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনে জয়লাভ করতে বিমল গুরুংয়ের বিরুদ্ধে থাকা সমস্ত মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এ প্রসঙ্গে জানালেন যে, বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্যের আইন দপ্তরের। এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। এ বিষয় নিয়ে তিনি কোনো বক্তব্য রাখতে চান না।

অন্যদিকে, এ প্রসঙ্গে সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য জানালেন যে, এই শর্তেই বিমল গুরুং তৃণমূলের সঙ্গে জোট করেছে। শর্ত তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতাবার চেষ্টা করবে বিমল গুরুং। যার বিনিময়ে শতাধিক মামলা থেকে রেহাই দেয়া হবে তাঁকে। এই শর্তে তৃণমূল তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!