এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুলের জন্য “সুখবর” আসবে যে কোনোদিন? চাণক্যকে শুধু একটু ধৈর্য ধরতে অনুরোধ শুভানুধ্যায়ীর

মুকুলের জন্য “সুখবর” আসবে যে কোনোদিন? চাণক্যকে শুধু একটু ধৈর্য ধরতে অনুরোধ শুভানুধ্যায়ীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজনীতিতে ধৈর্য এবং সহনশীলতা সবথেকে বড় সম্পদ। আর এই দুই জিনিসই খুব বেশি পরিমাণে রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের মধ্যে। মাঝেমধ্যেই তাকে বলতে শোনা গেছে, ক্রিজে টিকে থাকলেই রান পাওয়া যাবে। অর্থাৎ যাই হয়ে যাক না কেন, মাঠ যে তিনি ছাড়বেন না, তা বারেবারেই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন হেভিওয়েট এই বিজেপি নেতা। প্রায় তিন বছরের বেশি সময় হয়ে গেল, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল থেকে নেতা, বিধায়ক, সাংসদ ভাঙিয়ে আনার পাশাপাশি গত লোকসভায় 18 টি আসন বিজেপিকে পাইয়ে দিতে অনেকটাই ভূমিকা ছিল তার। আর এতসব করার পরেও দলের পক্ষ থেকে ন্যূনতম জায়গা পাননি মুকুল রায়। যার কারণে তার অনুগামীরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ হয়েছেন। বারবার কথা হয়েছে, আলোচনা হয়েছে যে, এবার নাকি মুকুল রায়কে দলে ভালো জায়গা দেওয়া হবে। কিন্তু দিল্লিতে গিয়েও ফিরে আসতে হয়েছে তাকে।

এমতাবস্থায় দিল্লিতে বঙ্গ বিজেপিকে নিয়ে একটি বৈঠক চলার সময় সেখানে উপস্থিত থেকেও পরের দিনই কলকাতা ফিরে আসেন মুকুলবাবু। জানা যায়, বৈঠকে দিলীপ ঘোষের সঙ্গে কিছুটা হলেও মতানৈক্য তৈরি হয় মুকুল রায়ের। তবে তিনি দিল্লি ছাড়ার পেছনে তার চোখের চিকিৎসা করানোর কারণ সামনে আনেন মুকুল রায়। অনেকেই বলছেন, মুকুলবাবু শৃঙ্খলা খুব পছন্দ করেন। তিনি বিজেপিতে থেকে বিজেপির বিরুদ্ধে কথা বলবেন, এমন চরিত্র মুকুল রায়ের নয়। তাই তিনি দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ না খুললেও, তিনি যে এত কিছু করার পরেও দল থেকে কিছু না পাওয়াতে কার্যত হতাশ, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে কলকাতায় ফিরে আসার পরেই মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, এবার হয়ত মুকুলবাবু নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যা বিজেপির ক্ষেত্রে অত্যন্ত চাপের হবে। তবে মুকুল রায় ছাড়া যে ভালো করে কিছুই চলবে না, তা স্পষ্ট বিজেপির অনেক কাছেই। আর তাই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বাংলার এক বিজেপি সাংসদ মুকুল রায়কে ধৈর্য ধরার কথা বলছেন।

এদিন তিনি বলেন, “বিজেপিতে 18 মাসে বছর হয়। তাই মুকুল রায়ের পদ ঝুলে রয়েছে। তবে 2021 এর আগে বিজেপিতে তার গুরুত্ব বাড়ানো হবে। মুকুল রায় খানিকটা অধৈর্য হয়ে পড়েছেন। তাই এই সমস্যা তৈরি হচ্ছে। তবে মুকুল রায়কে যে বিজেপিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তা নয়। মুকুল রায়কে নিয়ে খুব তাড়াতাড়িই সুখবর চলে, তিনি তা হলফ করে বলতে পারেন না।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মুকুল রায় এত কিছু বিজেপিকে দেওয়ার পরেও যেভাবে তাকে পদ দেওয়া হয়নি। তাতে তার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। তাই এখন তিনি এমন কিছু করতে চাইছেন, যাতে বিজেপি চাপে পড়ে। আর এই পরিস্থিতিতে মুকুল রায়কে আরও ধৈর্য ধরতে অনুরোধ শুভানুধ্যায়ীদের। কিন্তু এখন মুকুল রায় তার শুভানুধ্যায়ীদের এই আবেদন কতটা শোনেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!