এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আয় চলে আয় এসে দল কর – রাজনীতিতে এমন হয়! মুকুলের জন্য বিজেপির বাইরে থেকে এল “বিশেষ” ডাক?

আয় চলে আয় এসে দল কর – রাজনীতিতে এমন হয়! মুকুলের জন্য বিজেপির বাইরে থেকে এল “বিশেষ” ডাক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –প্রায় তিন বছর আগে সকলকে মাস্টারস্ট্রোক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্গ ছেড়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন মুকুল রায়। যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময়কার ছায়াসঙ্গী মুকুলবাবু তৃণমূল ছাড়তে পারেন। কিন্তু রাজনীতিতে যে সবকিছু হয়, তা সেদিনই প্রমাণিত হয়ে গিয়েছিল। এদিকে বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেন বঙ্গ বিজেপির চানক্য। পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনে দলকে প্রভূত সাফল্য পাওয়ানোর চেষ্টা করেন তিনি।

শুধু তাই নয়, তৃণমূল ভাঙিয়ে একের পর এক হেভিওয়েট নেতা, বিধায়ক, সাংসদদের গেরুয়া শিবিরে যোগদান করাতেও সক্ষম হন মুকুল রায়। তবে সম্প্রতি নানা মহলের তরফে খবর পাওয়া যাচ্ছে যে, মুকুল রায়ের সঙ্গে বিজেপি নেতৃত্বের সম্পর্কের অধঃপতন হয়েছে। দিল্লিতে বৈঠক করতে গিয়েও মাঝপথে সেই বৈঠক ছেড়ে ফের কলকাতায় ফিরে এসেছেন মুকুল রায়। যার ফলে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে যে, মুকুলবাবুর সাথে হয়ত বিজেপি নেতৃত্বের ঠিকমত বনিবনা হচ্ছে না। যার কারণে বৈঠকের প্রথম দিনে তিনি থাকলেও তার পরে চোখের সমস্যা দেখিয়ে দিল্লি ত্যাগ করেছেন বিজেপির চাণক্য।

স্বাভাবিকভাবেই এমতাবস্থায় নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করেছে যে এবার হয়তো মুকুল রায় বিজেপি ত্যাগ করে আবার নতুন কোন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন। অনেকে বলছেন, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপির অনেক নেতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেছিলেন, যারা বিজেপিতে চলে গেছেন, তারা চাইলে তৃণমূলে ফিরতে পারেন। স্বাভাবিকভাবেই মুকুল রায়ের এহেন আচরণের পরিপ্রেক্ষিতে তাহলে কি তিনি আবার তৃণমূলে ফিরছেন! এই প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে।

আর মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে যখন তীব্র জল্পনা শুরু হয়েছে, ঠিক তখনই কোনো এক বিশেষ রাজনৈতিক দলের এক ব্যক্তির মুকুল রায়ের উদ্দেশ্যে আহ্বান তীব্র গুঞ্জন সৃষ্টি করল বাংলার রাজনৈতিক অন্দরমহলে। সূত্রের খবর, ইতিমধ্যেই একটি দল থেকে বিজেপি নেতা মুকুল রায়ের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলা হয়েছে, “আয় চলে আয়। এসে দল কর। রাজনীতিতে এমন হয়।” স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপি চাণক্যর উদ্দেশ্যে কোন ব্যক্তি বা কোন দল এই বার্তা পাঠাল, তা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের প্রকাশ্যেই দ্বন্দ্ব বাঁধে। যেখানে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় কত আসন পাবে, তা নিয়ে দুই নেতা দুই রকম তথ্য দেন। বিজেপির পর্যবেক্ষকরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পেশ করে জানিয়েছেন যে, 190 থেকে 200 টি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি। তবে মুকুল রায় এটা মানতে নারাজ। তার দাবি, বর্তমানে যে অবস্থা, তাতে পঞ্চাশটির মতো আসন পাবে বিজেপি।

অর্থাৎ বাস্তব পরিস্থিতি বুঝেই তিনি এই কথা সেই বৈঠকে বলেছিলেন। আর এরপরই তীব্র দ্বন্দ্ব বাঁধে বলে খবর। স্বভাবতই এরপর মুকুল রায়ের কলকাতা ফিরে আসা নানা গুঞ্জনের সৃষ্টি করে। বর্তমানে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে, মুকুল রায় আবার তার অনুগামীদের সঙ্গে নতুন করে যোগাযোগ করতে শুরু করেছেন।

তৃণমূল ছাড়ার আগে যেভাবে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলে জল্পনা ছড়িয়েছিল, ঠিক তেমনই একইভাবে এখন বাংলার রাজনীতিতে সেই একই জল্পনা ছড়াতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে কোনো এক রাজনৈতিক দলের তরফ থেকে মুকুল রায়ের উদ্দেশ্যে আহ্বান নিঃসন্দেহে জল্পনা সৃষ্টি করছে। তবে কোন রাজনৈতিক দল বিজেপির মুকুল রায়ের উদ্দেশ্যে এই আহ্বান করলেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে মুকুলবাবু কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা, সেদিকেই নজর থাকবে সমগ্র রাজনৈতিক মহলে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!