এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ধীরে ধীরে গোটা বাংলাই কি রেড জোনে চলে যাবে? জল্পনা বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ

ধীরে ধীরে গোটা বাংলাই কি রেড জোনে চলে যাবে? জল্পনা বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ


ভারতবর্ষজুড়ে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিকের পথে, ঠিক তখনই অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গোটা বাংলা জুড়ে। প্রথমদিকে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা স্বাভাবিক থাকায়, নানা মহলে আশার আলো তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, তাহলে হয়ত বাংলাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু ভারতবর্ষে যখন পরিস্থিতি স্বাভাবিকের মুখে, তখন বাংলা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের বেশকিছু জেলাকে হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পাশাপাশি যে সমস্ত জায়গায় করোনা আক্রান্তের প্রভাব রয়েছে, সেখানে রেড জোন, যেখানে পরিস্থিতি স্বাভাবিক, সেখানে অরেঞ্জ জোন এবং যে সমস্ত জায়গায় একেবারেই করোনা আক্রান্তের সংখ্যা নেই, সেই জায়গাকে গ্রীন জোন হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। তবে যে সমস্ত জেলাকে গ্রীনজোন করা হয়েছে, তার মধ্যেও দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার ফলে সেই জেলাকেও রেড জোন করে দিতে বাধ্য হচ্ছে সরকার।

জানা গেছে, শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের রেড জোনের চার থেকে বাড়িয়ে 10 করে দেওয়া হয়েছে। যা নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের তরজা শুরু হয়েছে ঠিকই, কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলেই দাবি করছে বিশেষজ্ঞরা। আর রাজ্যের রেড জোনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এখন শাসকদলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শুক্রবার তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার জেলাগুলোকে যেভাবে রেড, অরেঞ্জ এবং গ্রীন জোনে ভাগ করেছিল, সেই তথ্য সঠিক ছিল না। গ্রীন জোন দেখানোর পরেও একাধিক জেলায় করোনা সংক্রমণ দেখা দিয়েছে। কেন্দ্র তাই নতুন করে আবার বিন্যাস করেছে। পশ্চিমবঙ্গের নতুন একাধিক জেলা রেড জোনে অন্তর্ভুক্ত করেছে। কাজেই পশ্চিমবঙ্গ সরকার যেভাবে তথ্য লুকিয়েছে, তাতে গোটা রাজ্যই রেড জোনে চলে যাবে।”

সমালোচকরা বলছেন, দিলীপ ঘোষের এই দাবি কিছুটা হলেও ঠিক। প্রথম থেকেই সরকারপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, করোনা আক্রান্তের সংখ্যা কমানোর জন্য। আর বর্তমানে যখন ভারতবর্ষের করোনা আক্রান্ত ভয়াবহ আকার নেওয়া রাজ্যগুলো সুস্থতার পথে, তখন বাংলা থেকে বের হচ্ছে একের পর এক করোনা আক্রান্ত। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার যদি প্রথম থেকে সঠিক সংখ্যা বলত, তাহলে বাংলায় আজকে করোনা আক্রান্তের এরুপ ভয়াবহতা দেখতে হত না।

অনেকে আবার অভিযোগ করে এটাও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বৃদ্ধি পেত, যদি তিনি করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা জানাতেন। কিন্তু তা না করে যেভাবে কারচুপি হয়েছে, তা সত্যিই নিন্দার দাবি রাখে বলেই দাবি বিরোধীদের। এখন বিরোধীদের অভিযোগ এবং দিলীপ ঘোষের এই দাবী কতটা সত্যি হয়, রাজ্যের গ্রীনজোনে থাকা জেলাগুলো এবার রেডজোনে চলে যায় কিনা, তার দিকেই নজর গোটা রাজ্যবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!