এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল না বিজেপি – বাংলায় কি হবে ২০১৯-এ, কি বলছে এবিপি নিউজের সমীক্ষা?

তৃণমূল না বিজেপি – বাংলায় কি হবে ২০১৯-এ, কি বলছে এবিপি নিউজের সমীক্ষা?

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষে সংবাদসংস্থা এবিপি নিউজ ও সিএসডিএস সংস্থা মিলে ‘দেশ কা মুড’ নামে একটি জনমত সমীক্ষা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী ২০১৯ সালে যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেখানে বিভিন্ন দলের কি ফলাফল হতে পারে তা দেখানোর চেষ্টা হয়েছে। এই সমীক্ষায় কোন দল কত আসন পেতে পারে – তা কিছু জানানো হয় নি, তবে কোন দলের কি ভোট শতাংশ হতে পারে তা জানানো হয়েছে। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, রাজ্যের প্রধান শক্তি হিসাবেই থেকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক এখনো অটুট এবং ২০১৪ সালের থেকেও ভালো ফল করতে চলেছে রাজ্যের শাসকদল। তবে উল্লেখযোগ্যভাবে রাজ্যে দ্বিতীয়স্থানে থাকতে চলেছে বিজেপি। বামফ্রন্ট ও কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত। একনজরে দেখে নেওয়া যাক এই সমীক্ষা অনুযায়ী ২০১৯ পশ্চিমবঙ্গের চিত্র কি হতে পারে –

তৃণমূল কংগ্রেস – ৪৪%
বিজেপি – ২৪%
বামফ্রন্ট – ১৭%
কংগ্রেস – ১১%
অন্যান্য – ৪%

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের চার প্রধান রাজনৈতিক দল আলাদা আলাদা ভাবে লড়াই করে। সেই নির্বাচনে ফলাফল ছিল –
তৃণমূল কংগ্রেস – ৩৯%
বামফ্রন্ট – ৩০%
বিজেপি – ১৭%
কংগ্রেস – ১০%
অন্যান্য – ৪%

অর্থাৎ ২০১৪ সালের হিসাবে কংগ্রেস বা অন্যান্যদের ভোটব্যাঙ্ক অটুট থাকছে। কিন্তু বামদের ভোটব্যাঙ্কে বিপুল ভাঙন ধরছে যার সুবিধা সরাসরি পাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তবে বিজেপি ভোটব্যাঙ্ক ৭% বাড়িয়ে দ্বিতীয়স্থানে উঠে এলেও তৃণমূল কংগ্রেসের থেকে তাদের পার্থক্য থাকছে ২০%-এর। ২০১৪ সালেই প্রধান বিরোধীদল বামফ্রন্টের সঙ্গে মাত্র ৯%-এর পার্থক্য নিয়ে রাজ্যে ৪২ টির মধ্যে ৩৪ টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তাহলে সেই হিসাবে এবারে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে ২০% পার্থক্য নিয়ে কি ৪২ এ ৪২ করার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক মহলে জল্পনার বিষয় এখন এটিই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!