এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হামবড়া ভাবই ডোবাচ্ছে তৃণমূলকে, দলের দুর্দশা বুঝেই কি এই বার্তা মমতার?

হামবড়া ভাবই ডোবাচ্ছে তৃণমূলকে, দলের দুর্দশা বুঝেই কি এই বার্তা মমতার?


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মানুষের ওপর সারা বছর ধরে অত্যাচার করে তৃণমূল এখন ভাবছে ভোট নেবে। কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। তারা নিজেরাও জানে না যে, তারা কত ভোটে এবার পশ্চিমবঙ্গের মাটিতে হারতে চলেছে। অন্তত তেমনটাই দাবি ভারতীয় জনতা পার্টির। তবে বিভিন্ন জেলায় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালোমতই উপলব্ধি করছেন, এবার তার দলের অবস্থা ভালো নয়। সেই কারণে আজ পুরুলিয়ার সভা থেকে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিতে গিয়ে এক বড় বার্তা দিলেন তৃণমূল নেত্রী।

প্রসঙ্গত, আজ পুরুলিয়ার উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন তিনি। আর সেই সভাতেই দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে প্রকাশ্য সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের সকলকে বলব, প্রচারে আরও বেশি করে সময় দিন নির্বাচনে আত্মতুষ্টির কোন জায়গা নেই”। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করেই অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন দলের নেতাকর্মীরা নিজেদেরকে হামবড়া ভাবতে শুরু করেছেন। দলের নীচুতলার নেতা কর্মীরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন। আর সেই খবর তার কাছে রয়েছে। সেই কারণে প্রকাশ্য সভা থেকে সেই রকম কিছু না বলে নেতৃত্বদের উদ্দেশ্যে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, মানুষের সঙ্গে আরও বেশি করে জনসংযোগ করতে হবে। কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার পর এই ধরনের পথে হেটে লাভের লাভ কিছুই হবে না। বরঞ্চ আরও বেশি ভোটে নিজের দলের পরাজয় দেখার জন্য তৈরি থাকুন তৃণমূল নেত্রী বলে দাবি রাজনৈতিক সমালোচকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!