এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল প্রার্থীকে জেতাতে মরিয়া পুলিশ, মমতার দলদাস প্রশাসনের বড় কীর্তি ফাঁস!

তৃণমূল প্রার্থীকে জেতাতে মরিয়া পুলিশ, মমতার দলদাস প্রশাসনের বড় কীর্তি ফাঁস!


 


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সারা বছর দলদাসের মত আচরণ করেও এই রাজ্য পুলিশের শিক্ষা হয় না। যখন নির্বাচন চলছে, যখন আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, যখন বারবার করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, নিরপেক্ষ হয়ে যেন পুলিশ প্রশাসন কাজ করে, তারপরেও এই রাজ্যের প্রশাসন নিরপেক্ষতা অবলম্বন করতে পারছে না। বরঞ্চ তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য বিভিন্ন জায়গায় তিনি যাতে প্রচার করতে পারেন, তার সুবিধে করে দিচ্ছে এই প্রশাসন। তবে বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই খড়্গপুরের আইসির বিরুদ্ধে কমিশনে নালিশ জানালো ভারতীয় জনতা পার্টি। তার বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে, তাতে এই রাজ্য পুলিশের দলদাসের চূড়ান্ত রূপ সামনে চলে এলো।

প্রসঙ্গত,  খড়্গপুরের আইসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তার দাবি, খড়্গপুরের আইসি মাতৃ মন্দির কমিটির লোকজনকে ডেকে তৃণমূল প্রার্থীর সঙ্গে যাতে আলোচনা করানো যায়, তার ব্যবস্থা করেছিলেন। আর এখানেই অনেকের প্রশ্ন যে, ভাবতে পারেন, কোন জায়গায় রাজ্যের পুলিশ চলে গিয়েছে? এদের বিন্দুমাত্র লজ্জা এবং ভয় বলে কিছু নেই। নির্বাচন কমিশন এতবার সতর্ক করার পরেও এদের নিরপেক্ষতা দেখতে পাওয়া যাচ্ছে না। বরঞ্চ এরা এতটাই নির্লজ্জ যে, তৃণমূল প্রার্থীকে সুবিধা করে দিতে তার প্রচারে লোকজনকে ডেকে আনার কাজ করছে। তাই স্বাভাবিকভাবেই এই প্রশাসনকে বদল না করলে যে নির্বাচন প্রহসনে পরিণত হবে, তা নিশ্চিত। তাই খড়গপুরের আইসির বিরুদ্ধে কমিশনে যে অভিযোগ দায়ের হয়েছে, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!