এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুজো যেতেই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, বিধিনিষেধ সহ নাইট কারফিউ জারি করলো রাজ্য সরকার

পুজো যেতেই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, বিধিনিষেধ সহ নাইট কারফিউ জারি করলো রাজ্য সরকার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুজোর সময় নাইট কারফিউ সহ করোনা সংক্রান্ত বিধি নিষেধে বেশকিছু ছাড় দেয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই সময় নাইট কার্ফু তুলে নেয়া হয়েছিল। কিন্তু পুজোর পর থেকেই যেভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের। তাই আবার কঠোর বিধিনিষেধ সহ নাইট কারফিউ চালু হতে চলেছে আজ থেকে। আজ রাত থেকেই নাইট কারফিউ চালু হবে। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত যা থাকবে। আবার বেশিরাত পর্যন্ত দোকান খুলে রাখার ক্ষেত্রে যে ছাড় দেয়া হয়েছিল, তাও আজ থেকে প্রত্যাহার করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুজোর সময় যেভাবে বিধি নিষেধে ছাড় দেয়া হয়েছিল, সেই অবস্থাতে স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় বেরোলে সংক্রমণের হার যে তীব্র হবে, চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সেই আশঙ্কা ইতিপূর্বেই করেছিলেন, সেই আশঙ্কাই এবারে সত্যি হয়ে গেছে। পূজোর পর থেকেই লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। কলকাতা সহ জেলায় জেলায় বাড়ছে সংক্রমণ। একাধিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী দু সপ্তাহ যদি কড়া নজরদারি ও সর্তকতা অবলম্বন না করা হয়, তাহলে বাংলার অবস্থাও হবে কেরলের মতো।

এই পরিস্থিতিতে আজ লক্ষ্মী পূজার দিন থেকেই আবার রাত্রিকালীন বিধি-নিষেধ চালু হতে চলেছে, এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। গতকাল জেলাশাসকের নিয়ে তিনি এক বৈঠক করেছিলেন। এই বৈঠকে তিনি জানিয়েছেন যে, সংক্রমণ বাড়তে শুরু করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। এই অবস্থায় সংক্রমণে রাশ টানতে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জেলায় জেলায় টিকাকরণ বাড়ানোর যেমন তিনি নির্দেশ দিয়েছেন, তেমনি নমুনা পরীক্ষা আরো বেশি করে করার নির্দেশ দিয়েছেন, সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন করোনা সংক্রান্ত বিধি নিষেধ ও নাইট কারফিউ আজ রাত থেকেই রাজ্যে চালু করতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!