এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > স্বস্তি মমতার! বিপর্যস্ত বাংলার পাশে দাঁড়াতে এবার বড়সড় অনুদান নিয়ে হাজির ইউরোপিয়ান ইউনিয়ন!

স্বস্তি মমতার! বিপর্যস্ত বাংলার পাশে দাঁড়াতে এবার বড়সড় অনুদান নিয়ে হাজির ইউরোপিয়ান ইউনিয়ন!


বাংলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । ২০২০ সালের ২০ মে যেন বিষে বিষে ভরিয়ে দিয়ে গিয়েছে রাজ্যকে । ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা । ১৩৩ কিমি গতিবেগের ঝড় সবকিছুই লন্ডভন্ড করে দিয়েছে । ঘটনার ৩দিন পর আজও বহু জায়গা বিদ্যুত্‍হীন, জলহীন, যোগাযোগহীন । তাই রাজ্যের কাছে এখন বড় চ্যালেঞ্জ, এই প্রতিকূলতার সঙ্গে লড়াই করা ।

এদিকে ঘূর্ণিঝড় আমফানে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার মানুষ। ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত সাড়ে ১০ লক্ষ বাড়ির ক্ষতি হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার বাংলার এই দুর্দশার দিনে স্তম্ভিত ইউরোপীয় ইউনিয়নও বড় ঘোষণা করল। ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার জানায়, আম্ফান বিধ্বস্ত মানুষের সাহায্যার্থে ভারতকে প্রাথমিক ভাবে পাঁচ লক্ষ ইউরো দেবে তারা।ইউ কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেজ লেনারসিক বলেন যে আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষ ও যেসব স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা করোনার মধ্যেও কাজ করবেন, তাদের বাঁচাতে তারা সচেষ্ট।এদিকে ভারতকে পাঁচ লক্ষ ইউরো দেওযার পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশকেও ১১ লক্ষ ইউরা দেবে ইউরোপীয় ইউনিয়ন।

প্রসঙ্গত,শুক্রবার হেলিকপ্টারে সাইক্লোন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি সব ঘুরে দেখেছি। বাংলার এই কঠিন সময়ে বাংলার পাশে থাকব। বাংলা যাতে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।’

পশ্চিমবঙ্গকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেন,’ ১০০০ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!