এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নজর একুশের মহাযুদ্ধ! জেলায় জেলায় মমতার সাধের সংখ্যালঘু ভোটব্যাংকে ভাঙন ধরানো শুরু বিজেপির

নজর একুশের মহাযুদ্ধ! জেলায় জেলায় মমতার সাধের সংখ্যালঘু ভোটব্যাংকে ভাঙন ধরানো শুরু বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে কিছু আসনে তৃণমূল কংগ্রেসের মুখরক্ষা হয়েছিল সংখ্যালঘুদের সমর্থনের জন্য বলে দাবি করেন একাংশ। হিন্দু ভোটের বেশিরভাগটাই ভারতীয় জনতা পার্টি নিজেদের দখলে নিয়েছে বলে মনে করা হয়েছিল। তবে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিজেপি সংখ্যালঘু ভোটের দিকেও মনোনিবেশ করতে শুরু করেছে। এবার বৈষ্ণবঘাটায় কয়েকশো সংখ্যালঘু পরিবার যোগ দিল ভারতীয় জনতা পার্টিতে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, এদিন মালদহ জেলার বৈষ্ণবনগরের বেশ কিছু সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। কিন্তু তৃণমূল যেখানে সংখ্যালঘুদের বেশি করে উন্নয়ন করছে বলে দাবি করছে শাসক দল, সেখানে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে সংখ্যালঘুদের এই ব্যাপক যোগদান তৃনমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাংকে ব্যাপকভাবে থাবা বসাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু মালদা নয়, দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল এবং সিপিএমের প্রচুর কর্মী যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। একইভাবে কাটোয়া সাংগঠনিক জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে 25 টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এখন দলবদলের পালা চলছে।

বিভিন্ন জায়গায় কখনও বিজেপি ছেড়ে তৃণমূলে, আবার কখনও বা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এবার যেভাবে সংখ্যালঘুদের একটা বিরাট অংশ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন, তাতে তৃণমূল কংগ্রেসের চাপ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের এই বিরাট অংশ বিজেপিতে যোগদান করায় তৃনমূল কিভাবে তাকে মোকাবিলা করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!