এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > হলদিয়া নিয়ে “বড় চক্রান্ত” করেছিল বিজেপি, আটকেছেন তিনি, জানালেন শুভেন্দু অধিকারী

হলদিয়া নিয়ে “বড় চক্রান্ত” করেছিল বিজেপি, আটকেছেন তিনি, জানালেন শুভেন্দু অধিকারী

এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে হলদিয়া বন্দর নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া সিটি সেন্টার সোনারতরী প্রাঙ্গণে তৃণমূলের এক নির্বাচনী সভায় উপস্থিত হন শুভেন্দু বাবু।

আর সেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ মধুরিমা মন্ডল, হলদিয়া পুরসভার চেয়ারম্যান এবং হলদিয়া বন্দরের শ্রমিক নেতা শ্যামল কুমার আদক, চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য তথা যুব তৃনমূলের নেতা আজিজুল রহমান, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, আইএনটিটিইউসির পূর্ব মেদিনীপুরের কার্যকরী সভাপতি শিবনাথ সরকার সহ তৃনমূলের একাধিক নেতৃত্বরা।

আর এই সভায় উপস্থিত হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে যেমন তীব্র কটাক্ষ করেন রাজ্যের পরিবহনমন্ত্রী, ঠিক তেমনই বিগত বাম আমলের কথা তুলে ধরে রাজ্যের বর্তমান তৃণমূল সরকার যেভাবে সাধারণ মানুষের উন্নয়ন করছে সেই কথাও সকলের সামনে তুলে ধরেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বামেদের কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “ওরা চলে যাওয়ার সময় দূষণে নিষেধাজ্ঞা লাগিয়েছিল। আমরা লড়াই করে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। 2012, 14 এবং 17 সালে মুখ্যমন্ত্রী হলদিয়ায় এসে পাঁচটি কারখানার উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হলদিয়া বন্দরের প্রভূত উন্নয়ন ঘটেছে।”

আর এরপরই বিজেপি সরকারের সমালোচনা করে রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী বলেন, “হলদিয়ার জন্য ওরা কি কি করেছে তা জিজ্ঞেস করুন বিজেপির বন্ধুদের। একটা ট্রেনের বগি পর্যন্ত বাড়ানোর প্রয়োজন মনে করেনি। বরং হলদিয়া বন্দর যাতে উঠে যায় তার জন্য চক্রান্ত করেছিল। আমরা লড়াই করে এই বন্দরকে বাঁচিয়েছি।” পাশাপাশি গেরুয়া শিবিরকে আক্রমন করে শুভেন্দু অধিকারী বলেন, “এই সরকারের কাছে কার ফ্রিজে কি মাংস থাকে তার খবর থাকলেও কিভাবে 300 কেজি বিস্ফোরক নিয়ে ভারতে ঢুকে 40 জন জওয়ানকে কেউ বা কারা মেরে ফেললো সে খবর থাকে না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হলদিয়া বন্দরের উন্নয়ন একমাত্র রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের হাত ধরে হয়েছে- এই কথা তুলে ধরে একদিকে যেমন কেন্দ্রের বর্তমান শাসক দল বিজেপির উদ্দেশ্যে হলদিয়া বন্দরকে তুলে দেওয়ার জন্য গভীর চক্রান্তের তত্ত্বকে খাড়া করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী, ঠিক তেমনই বিগত বাম সরকারের কর্মকাণ্ডকেও তুলে ধরে রাজ্যের বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে তা প্রমাণ করতে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে জনসাধারণের মন জয় করার চেষ্টা করলেন তিনি। তবে শুভেন্দুবাবুর এই বক্তব্যে হলদিয়া মানুষের মনে রাজ্যের শাসক দল সম্পর্কে বিশ্বাস জন্মায় কিনা তা প্রমাণ হবে আগামী 23 শে মে ভোটবাক্স খোলার পরই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!