এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাজারে আসছে বিনা-ইন্টারনেটের ‘মোয়া’ অ্যাপ – বিস্তারিত জানলে হোয়াটস্যাপও ব্যবহার করবেন না

বাজারে আসছে বিনা-ইন্টারনেটের ‘মোয়া’ অ্যাপ – বিস্তারিত জানলে হোয়াটস্যাপও ব্যবহার করবেন না


অল্পদিনের মধ্যেই হোয়াট্স অ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ মোয়া ম্যাসেঞ্জারে বাজারে বেশ সাড়া ফেলে দিয়েছে। প্রসঙ্গত  বর্তমান সময়ের জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে হোয়াটস অ্যাপ হলো উল্লেখযোগ্য। যে অ্যাপটি জনপ্রিয়তার বিচারে ক্রমশ বাজারে অন্যান্য অ্যাপ মিক্সিট এবং উই চ্যাট কে পিছনে ফেলে দিয়েছে। সেখানেই পৃথিবীর সর্বপ্রথম ডেটা-ফ্রী ম্যাসেজিং অ্যাপ হিসেবে আত্মপ্রকাশ করছে মোয়া ম্যাসেঞ্জার। যে অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা  বিনা ইন্টারনেট কানেকশনে আনলিমিটেড টেক্সট ম্যাসেজ পাঠাতে পারবেন। শুধু তাই নয় কোনো অননেট কলচার্জও লাগবেনা।

তবে শুধুমাত্র এই দুটিই নয় আরোও অনেক অজানা বৈশিষ্ঠ্য রয়েছে এই নতুন অ্যাপটিতে। সেগুলি কী কী একবার দেখে নেওয়া যাক, এখানে ১০০ শতাংশ ডেটা-ফ্রী আনলিমিটেড টেক্সট ম্যাসেজ করার সুযোগ থাকছে। এমনকি গ্রুপ চ্যাটের জন্যও কোন ডেটার প্রয়োজন পড়বে না। বিভিন্ন ফাইল অ্যাটাচনেন্টস(ফটো, গান, ভিডিও) অনায়াসেই পাঠানো যাবে। তবে সেক্ষেত্রে ডেটার প্রয়োজন পড়বে। ফোন বন্ধ থাকাকালীন সেভ হয়ে যাবে পাঠানো ম্যাসেজ। বিনামূল্যে পরিষেবাটি দেওয়ার জন্য, বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে এই সংস্থা ‘রির্ভাস বিলিং’য়ের চুক্তি করেছে বলেও জানা যাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!