এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিজেপিকে একবার ক্ষমতায় আনুন…” ডবল ইঞ্জিনের জোর দেখালেন শুভেন্দু! ভয়ে কাঁপছে তৃণমূল!

“বিজেপিকে একবার ক্ষমতায় আনুন…” ডবল ইঞ্জিনের জোর দেখালেন শুভেন্দু! ভয়ে কাঁপছে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে আরও একটা পরিবর্তনের সময় চলে এসেছে। খুব দ্রুত তৃণমূলকে উৎখাত করে বাংলার মানুষ বিজেপির পক্ষে রায় দেবে। আর সেটা লোকসভা নির্বাচনের সময় থেকেই স্পষ্ট হবে বলে আশাবাদী ভারতীয় জনতা পার্টি। তবে শুধু লোকসভায় নয়, আগামী দিনে রাজ্য বিধানসভায় যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় না আসতে পারে, তাহলে এই রাজ্যের সেভাবে উন্নতি হবে না। একদিকে কেন্দ্রের বিজেপি সরকার এবং অন্যদিকে রাজ্যে বিজেপি সরকার এলে যৌথভাবে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। যা তৃণমূল সরকারের আমলে একেবারেই হচ্ছে না। তাই বিজেপিকে ক্ষমতায় আনার কথা বলে মালদহের মানুষের কাছে ডবল ইঞ্জিনের জোর বোঝালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন মালদহের নির্বাচনী সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই ডাবল ইঞ্জিনের কি ক্ষমতা, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও যদি বিজেপির সরকার থাকে, তাহলে কতটা লাভবান হবেন সাধারণ মানুষ, সেই বিষয়টি স্পষ্ট করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “একবার বিজেপিকে সুযোগ দিন। একবার বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনুন। দেখবেন, ডবল ইঞ্জিন সরকার কাকে বলে।” গেরুয়া শিবিরের দাবি, কেন্দ্রীয় সরকার সমস্ত উন্নয়নের অর্থ রাজ্যে পাঠালেও, তৃণমূল সরকার সেই টাকা চুরি করে নিচ্ছে। ফলে মানুষের কাছে কেন্দ্রের সঠিক সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে না।

স্বাভাবিক ভাবেই রাজ্যে যদি বিজেপির সরকার থাকে, তাহলে কেন্দ্র থেকে আসা সমস্ত সুযোগ সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি রাজ্যের বিজেপি সরকার মানুষের জন্য নতুন প্রকল্প চালু করে বাংলাকে এগিয়ে দেবে। ফলে দুই দিক থেকেই রাম রাজ্যে পরিণত হবে পশ্চিমবঙ্গ। যে গণতন্ত্র শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় এলে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। তাই লোকসভায় চমকপ্রদ ফলাফলের পাশাপাশি আগামী দিনে বাংলার বিধানসভায় পরিবর্তনের আনতে পারলেই সঠিক অর্থে সুদিন দেখবে বাংলার মানুষ। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!