এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ২৬ পর্যন্ত অপেক্ষা নয়, লোকসভার পরেই প্রাক্তন হবে মমতা? বড় অংক শুভেন্দুর!

২৬ পর্যন্ত অপেক্ষা নয়, লোকসভার পরেই প্রাক্তন হবে মমতা? বড় অংক শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যে সমস্ত পুলিশ এখনও পর্যন্ত তৃণমূলের কথায় কাজ করছেন এবং মিথ্যে মামলা দিয়ে চলেছেন, তাদের হয়ত দুঃসময় ঘনিয়ে এলো। কারণ যে তৃণমূলের কথায় তারা উঠছেন, বসছেন, এবার সেই তৃণমূলের রাজত্ব শেষ হওয়ার মুখে। অন্তত শুভেন্দু অধিকারী বক্তব্যের পর তেমনটাই মনে করছেন একাংশ। কিন্তু কি এমন বললেন রাজ্যের বিরোধী দলনেতা?

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “অপেক্ষা করুন, ২৬ পর্যন্ত যেতে হবে না। এই বছরই মমতা ব্যানার্জি প্রাক্তন হবে।” অনেকে বলছেন, রাজ্য রাজনীতির পরবর্তী অংকটা হয়ত ভালো মতই কষে ফেলেছেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই নিশ্চিত হয়েই তিনি এই ধরনের মন্তব্য করছেন। হয়ত লোকসভা নির্বাচনে ভালো ফলাফল হওয়ার পর এই রাজ্যের শাসক দলের কাছে একটা বড় ধাক্কা আসতে চলেছে। যা সামাল দিতে না পেরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে প্রাক্তন শব্দ যুক্ত হয়ে যাবে। তাই শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যথেষ্ট চিন্তায় ফেলছে শাসক দলের অন্দর মহলে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!