এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার ‘জুয়ার টাকায়’ রাজ্য চলবে অভিযোগ দিলীপ ঘোষের

এবার ‘জুয়ার টাকায়’ রাজ্য চলবে অভিযোগ দিলীপ ঘোষের


এক নতুন বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে যে আগামী জানুয়ারি মাস থেকে ফের শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারির প্রতিদিনের খেলা আর এই খবর সামনে আসতেই তীব্র হয়েছে বিরোধীদের প্রতিবাদ। তাঁদের বক্তব্য, বিরোধী নেত্রী থাকাকালীন অবস্থায় অনলাইন ‘সুপারলোটো’র বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি বিষয়টি নিয়ে বনধও ডেকেছিলেন তিনি। আর তারপরে ক্ষমতায় আসার ২ বছরের মধ্যেই তা তিনি বন্ধও করে দিয়েছিলেন। তাহলে সেই সরকারই কিভাবে আবার লটারির খেলা শুরু করে!
এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, মেলা-খেলা-উত্‍সবে চলছিল তৃণমূল সরকার, এবার জুড়ছে জুয়াও! দিলীপবাবুর সুরেই সুর মিলিয়ে অন্য বিরোধীদের বক্তব্য, রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই! রাজ্যের এই নতুন সিদ্ধান্ত বেকার ও গরিব মানুষকে সর্বস্বান্ত করবে। আর তাই সরকারের এই নয়া সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামতে চলেছে বিজেপি, বাম, কংগ্রেস সবাই একযোগে। যদিও সরকারের তরফে মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, রাজ্যের অর্থনীতির স্বার্থেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, রাজ্য থেকে লটারির টাকা অন্য রাজ্যে যাওয়া বন্ধ করতেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।রাজ্য থেকে লটারির টাকা অন্য রাজ্যে যাওয়া বন্ধ করতেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!